নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে] ;);););

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬









তোর হাসিতে

রংধনু

ভাল্লাগে তোর সব

অনু-পরমানু।





আমার হাতে হাত রাখলেই

যাবে না তোর জাত

ক্ষতি যা আমারই হবে

কাটবে ঘুমহীন রাত।





ঘুমহীন

চোখ

বুকে গভীর

শোক।





মনের জলে

আগুন

একটু

ভালোবাসুন।





তোর হাসি দেখলেই

বাড়ে আমার হার্ট-রেট

দে না খুলে তোর

মনের ঘরের প্রবেশ গেট।





তোর চোখে আমার প্রতি

শত অনুরাগ

তোর বিরহে মনের কোণে

গভীর ক্ষত দাগ।





চাঁদের ভিতর

তুই

জ্যোৎস্না আলোয়

ছুঁই।





বিঃদ্রঃ সবাইকে হাম্বা মুবারক।ঈদ কাটুক ফুল গরুময়B-)





মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: :D

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

ফালতু বালক বলেছেন: বিকার ভাই, অনেকদিন পর ;)
ভালো থাকবেন খুব।

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

বটবৃক্ষ~ বলেছেন: অসাধারন !
সবগুলোই খুব মিষ্টি!! :) :)

এমন আরো চাইইইইইই!! /:) জলদি!

শেয়ার্ড! :)

১,৫,৭ বেশি সুন্দর হইসে!!

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

ফালতু বালক বলেছেন: আপু, অনেক ধন্যবাদ, অনেক।
আপনার কবিতা গুলাও কিন্তু অনেক মিষ্টি হয় ;)

চেষ্টা করবো আপু, এরুপ আরো কিছু :)

শেয়ার এর জন্য অনেক কৃতগতা।

ভালো থাকবেন টিয়া পাখির গল্পে, বাস্তবে।শুভ কামনা B-)

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: ছন্দ নিয়ে আরো কাজ করতে হবে। ৭ নাম্বারটাতে ছন্দের কোন ব্যত্যয় ঘটেনি। বাকিগুলোও ওরকম করার চেষ্টা করুন।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

ফালতু বালক বলেছেন: হাসান ভাই, খুব ভালো লাগলো, এরকম মন্তব্যে।
ছন্দের ব্যাপারে আরো সতর্ক থাকবো, সামনে।
ভালো থাকবেন খুব।এরূপ মন্তব্য আরো চাই ;)

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

রাইসুল সাগর বলেছেন: বাহ অনুকাব্যগুলো চমৎকার। +++

শুভকামনা জানিবে নিরন্তর।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ সাগর ভাই।
শুভ কামনা সদা।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


তোর হাসি দেখলেই
বাড়ে আমার হার্ট-রেট
দে না খুলে তোর
মনের ঘরের প্রবেশ গেট।

- হা হা হা =p~ =p~ =p~

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

ফালতু বালক বলেছেন: শোভন ভাইইইইইইই, আছেন ক্যামন?
অনেকদিন পর..................।
ভালো থাকবেন সদা।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: আছি ভালই । আপনি কেমন আছেন???

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

ফালতু বালক বলেছেন: শোভন ভাই, মোটামুটি ভালোই। দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.