নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে B-) B-) B-) ]

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২









শূন্য আমার

আই কিউ

বলছি তোকে

লাভ ইউ।





সকাল-বিকাল

অবরোধ

হয়না তবুও

তোর বোধ।



তাইতো করি পিকেটিং

তোর মনের রাজ্যে

পড়েনা কোনো ইফেক্ট

তোর ডেইলি কার্‍্যে।





তোর নয়নের গভীরে

হারাই বারেবার

জগৎ-সংসারে এটাই

মধুর হার।





ঠাঁই দিস নাই

তোর মনের পাঁজরে

টেস্ট পাই না

এখন আর গাজরে।





বলতিস যদি ভালোবাসি

কি আর এমন হইতো?

আমার মনের বারান্দায়

দক্ষিণা বাতাস বইতো।





ছুটে আসুক

মেঘদল

ঝরুক একটু

বৃষ্টিজল।

বাড়ুক মায়া

তোর প্রতি

ভালোবাসি ভালোবাসি

লাজুকবতী।





বিঃদ্রঃ ইদানিং মাথায় শব্দ সংকট প্রবল ভাবে অনুভব করছি, ফিলিং ভেরী ভেরী স্যাড/:)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার পড়ালেখার কি অবস্থা?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

ফালতু বালক বলেছেন: স্যাপ্লিময়............ B-) B-)

মোটামুটি চলছে, আগের মত আর ফাঁকি দিতে পারি না।আঁতেল হওয়ার ট্রাই করতাছি ;)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর । কবিতা পরে মনে হচ্ছে পড়ালেখা গোল্লায় গেছে। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

ফালতু বালক বলেছেন: কাকাকাকাকাকাকারেক্ট........................ B-)

ধন্যবাদ, উঁই ।
ভালো থাকবেন, দোয়া করবেন পড়ালেখায় উন্নতির জন্য ;)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

নাহিদ রুদ্রনীল বলেছেন: শেষেরা টা দিয়ে পারফেক্ট ফিনিশিং দিয়েছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, নাহিদ ভাই।ভালো থাকবেন।
শুভ কামনা।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

অদ্বিতীয়া আমি বলেছেন: শেষের দুটো ভালো লেগেছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

ফালতু বালক বলেছেন: বাকিগুলো.............?

খুব ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন।
শুভকামনা।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



ঠাঁই দিস নাই
তোর মনের পাঁজরে
টেস্ট পাই না
এখন আর গাজরে।


=p~ =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

ফালতু বালক বলেছেন: শোভন ভাই.................[চোখ টিপ দেয়ার ইমো হবে]

ভালো থাকবেন, সদা।খুব।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩১

এম এ কাশেম বলেছেন: ঠাঁই দিস নাই
তোর মনের পাঁজরে
টেস্ট পাই না
এখন আর গাজরে

তিত করল্লা খেতে চেষ্টা করুন
রুচি ফিরে আসবে...............

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

ফালতু বালক বলেছেন: অতীত কোনো অভিগতা আছে নাকি, কাশেম ভাই ??? [চোখ টিপির ইমো]

ভালো থাকবেন, সদা।
শুভ কামনা।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

আমি ইপসিতা বলছি বলেছেন: :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

ফালতু বালক বলেছেন: ইমোর অপশন খুঁইজা পাইতাছি না.............!!!!!!

ভালো থাকবেন, ইপ্সিতা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

বৃশ্চিক রাজ বলেছেন:
দারুণ কাব্য লিখেছেন ব্রাদার।

লাইক দিলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, রাজ ভাই।
ভালো থাকবেন, সবসময়।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: পেলাস!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, হাসান ভাই।
আপনার পেলাস পাইয়া খুব খুশি।

অনেকদিন আপনার গল্প পড়া হয় না।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে বেশ.....!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, সাবির ভাই।
ভালো থাকবেন, খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.