নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিক কাব্য ;););)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩









জনগণ চায়

মমতা

নেতারা চাহেন

ক্ষমতা।





ক্ষমতার লড়াইয়ে

জনগণ পিষ্ট

তাহাদের বিবেকে ক্ষত

হয় না'কো সৃষ্ট।





আসেন নামি

ময়দানে

দেখি নেতারা থাকেন

কয় দানে?





আগুন যদি লাগে

জনগণের দূর্গে

নেতারা সব যাবেন

দোজখে নয় স্বর্গে।





নজর লাগলো

কার

দেশটা দোজখ

দ্বার।





দেশটা হোক

দুই ভাগ

মধ্যখানে

লম্বা দাগ।





গণতন্ত্রের

নির্বাচন

লাগবে কয়টা

আর আসন?





বিঃদ্রঃ নেতাদের উদ্দেশ্য করে রচিত নহে B-)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: হাসিনা কয় আয় নির্বাচন করি :D
খালেদা কয় তোর নির্বাচনের খেতা পুরি :-/
রাজনীতি কারে কয় দেইখা যা #:-S
সারা দুনিয়ায় এমন আর পাবি না B-))

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

ফালতু বালক বলেছেন: হাসিনা কয় আয় নির্বাচন করি :D
খালেদা কয় তোর নির্বাচনের খেতা পুরি :-/

=p~ =p~

খালিদ ভাই, অনেকদিন পর।
ভালো থাকবেন খুব।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।ভাললেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, সেলিম ভাই।
অনেকদিন আপনার কবিতা পড়া হয়না।

শুভ কামনা আপনার প্রতি।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

বেঈমান আমি. বলেছেন: নাইস :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ :)

ভালো থাকবেন সব দিন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বহুত খুব। :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ খুব :)

ভালো থাকবেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
পড়ে মনে হৈলো যে ফালতু পোলা নিজের আইডি'র নামকরণ সার্থক করতে পারলো না। আফসোস মেগা আফসোস ||

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ফালতু বালক বলেছেন: আপনার মেগা আফসোসের জন্য আমার ফুল আফসোস, মুন ভাই :( ;)

আফসোসের জন্য ধন্যবাদ B-)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে। +

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ, হাসান ভাই।
প্লাসের জন্য থাংকু ;)

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

পেন্সিল চোর বলেছেন: পিলাচ লন পেন্সিল চোরের থিক্কা( যদিও প্লাস কাজ করছে না!! )

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১

ফালতু বালক বলেছেন: আরে পেন্সিল চোর ভাই যে, অনেকদিন পর। কই ডুব মারছিলেন? ;)
ভালো থাইকেন সদা।

প্লাসের জন্য খুব রকম ধন্যবাদ।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

ফালতু বালক বলেছেন: সাবির ভাই, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.