নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে B-) B-) B-) ]

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৬









কোনদিন তুই যদি

হয়ে যাস পলাতক

বলবো আমি তবুও

তোর-ভালো হোক।ভালো হোক।



বন্দি করে রাখবো তোকে

মনের ছোট্ট বারান্দায়

কসম খোদার-এই পৃথিবীর

জানবেনা কোনো বান্দায়।





সাবধানে রাখি

এই দু'টি চোখ

এর-ই মাঝে গোপন

আমার শত শোক।



এদিক সেদিক হলেই যদি

গড়িয়ে পরে তা

ঐ মেয়েটা কষ্ট পাবে

কাঁদবে অযথা।





হতে চাই

তোর সঙ্গী

ভাল্লাগে তোর

সব ভঙ্গি।





আমার 'বা' পাশের জায়গাটা

করেছিস তুই দখল

যা-দিয়ে দিলাম নিঃসার্থে

জমির দলিল সকল।





বুকের ভিতর-

ধূসর মরুভূমি সাহারা

রাত কাটে নির্ঘুম

চাঁদকে দিই পাহারা।





বাড়ছে আমার

স্বপ্নক্ষুধা

বোকা মেয়েটাকে

একটু সূধা।



তাকে ঘিরেই

স্বপ্ন দেখা-সব

সে ছাড়া

লন্ডভন্ড-আমার ইহভব।





দেখেছি তোকে এক পলক

ছাদের উপর

ঘোর কাটে না

সকাল থেকে ভর দুপুর।



বিঃদ্রঃ ছাদে উঠে এদিক-সেদিক তাকানো বর্জনীয়;)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

এম এ কাশেম বলেছেন: সুন্দর ,
তবে আর ও সুন্দর হতে পার তো।

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬

ফালতু বালক বলেছেন: আচ্ছা, কাশেম ভাই চেষ্টা করবো। ভালো থাকবেন খুব।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৩

পাঠক১৯৭১ বলেছেন: ভালো লেগেনি

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০১

ফালতু বালক বলেছেন: ব্যাপার না, নেক্সট টাইপ ভালো লাগবো ১৯৭১ ভাই ;)

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
হুমম, নট ব্যাড ||

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩

ফালতু বালক বলেছেন: জি, ধন্যবাদ ;)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

চিরতার রস বলেছেন: আগের মত হয় নাই :( :(

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

ফালতু বালক বলেছেন: :( আচ্ছা, আগের মত করার চেষ্টা করমু । ভালো থাকবেন :)

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩২

পেন্সিল চোর বলেছেন: বন্দি করে রাখবো তোকে
মনের ছোট্ট বারান্দায়
কসম খোদার-এই পৃথিবীর
জানবেনা কোনো বান্দায়।


জোস লাগলো লাইনটা

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ খুব, পেন্সিল চোর। আ[পনার জন্য একটা পেন্সিল গিফট ;)

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, হাসান ভাই। শুভ কামনা আপনার প্রতি।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

অন্য স্পর্শ বলেছেন: :P

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

ফালতু বালক বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.