নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্য মাত্রই কৃতিত্ব নয় ।

আল - বিরুনী প্রমিথ

আল - বিরুনী প্রমিথ › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীদের ফাঁসীঃ ৪২ বছরের সমবেত রুদ্ধশ্বাস চেপে অপেক্ষা নাকি কাঁচা হিন্দী থ্রিলার ছবি ?

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

১) ক্লাসের ব্যাকবেঞ্চার ছাত্রটা সামান্য বানান ভুল করলেও তাকে বেত্রাঘাত করতে শিক্ষক দ্বিতীয়বার ভুল করেনা । ফার্স্ট বয় হোমওয়ার্ক আনতে ভুলে গেলেও তার বেলায় আহ্লাদের সুরে মৃদু বকুনি ।



২) ছিঁচকে চোর লোকাল বাসে উঠে পকেট কাটতে গিয়ে খুচরো পয়সা সহ ধরা পড়লে গণপিটুনী , ক্ষেত্রবিশেষে মৃত্যু । সবে কৈশোরে পদার্পণ করা দোকানদারের সহযোগী বাটখারায় ওজনে উনিশ - বিশ করলে দুইবার খানকীর পোলা , তিনবার চুতমারানীর পোলা , পাঁচবার তার মায়ের সাথে সহবাসের ইচ্ছা প্রকাশ । আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত সময় থেকে শুরু করে জীবনীশক্তি , শ্রম , টাকার আত্মসাৎ করলে তার বেলায় সম্পূর্ণ আনুগত্য সহকারে নির্লজ্জ পদলেহন , এসবকেই ভবিতব্য ভেবে আত্মমৈথুনের সুখ পাওয়া ।



৩) কোথাও কোন পুলিশ কেস না থাকা সত্ত্বেও মোফাখখার চৌধুরীকে ক্রসফায়ারে হত্যা , গোটা মিডিয়ায় যেই খবর সচেতনভাবে চেপে যাওয়া । আর চিহ্নিত যুদ্ধাপরাধী কাদের মোল্লার বেলায় আইন-কানুন , সংবিধানের ' কেবলা ' মেপে মেপে রায় নিয়ে কাঁচা হিন্দী থ্রিলার ছবি দেখানোর কৌশিশ । চিড়ে ভেজেনা মশাই , চিড়ে ভেজেনা ।



মরাল অব দা স্টোরীঃ যাকে ক্ষমতার কারণে নগ্ন করা যায় কেবল তাকেই ধর্ষণ করে বিকৃত আনন্দ পাওয়া যায় , ক্ষমতার কারণে যার কেশাগ্রও স্পর্শ করা যায়না তার পাছার দিকে কেবল তাকিয়ে থাকাতেই আনন্দ । বারো ভাতারের ঠাপানী খেয়ে খেয়ে ঐতিহাসিকভাবে গড়ে উঠা আজন্ম পরশাসিত একটি জাতি এভাবেই প্রতিদিন নিত্য-নতুন হিপোক্রেসি দেখে , নিত্য-নতুন হিপোক্রেসিতে নিজেকে এডজাস্ট করে নেয় , নিত্য-নতুন হিপোক্রেসিতে নিজেদের সাথে সাথে পাশেরজনেরও গাঁড় মেরে দেয় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

মহাজাগতিক বলেছেন: দাদা কি ওপারবাসী? বলুন না মাইরি!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

আল - বিরুনী প্রমিথ বলেছেন: আগে আপনি আমাকে বলেন আপনি বাঁশেরকেল্লার একনিষ্ঠ ভক্ত কিনা ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

পথহারা নাবিক বলেছেন: ফাঁসির ঠিক ১:৩০ আগে কাগজ আইলো ফাঁসি হইবো না!! কোন বাংলা ছবিতে জানি এই কাহানি দেখছি মনে পরতেছে না, মনে পড়ছে " সত্যের মৃত্যু নেই" নায়ক কাদের মোল্লা থুক্কু সালমান শাহ!!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

মুনেম আহমেদ বলেছেন: শাহবাগী চেতনাদন্ড এমনি এক আজব জিনিশ যা খাড়া হইতেও সময় লাগেনা। আর নেতিয়ে পড়তেও সময় লাগেনা।

এত অল্পতেই নেতিয়ে পড়েন ক্যারে?

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আল - বিরুনী প্রমিথ বলেছেন: আমার এই পোস্ট ' শাহবাগ ' এর সাথে সংশ্লিষ্ট নয় । ফোকাসটা ছিলো অন্য কোথাও , ধন্যবাদ ।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: আইন মন্ত্রী কি ফাসির আইন বুঝেন না ? যেমন শুনেছিলাম অর্থমন্ত্রী শেয়ার বাজার বুঝেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.