|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হয়তো একসময় তোমার দেয়া গানগুলো আর শুনবো না। 
তোমার মেসেজগুলোও দেখবো না কারন অনেক আগেই ডিলেট করে দিয়েছি।
অপ্রয়োজনীয় কথার ফুলঝুরি নিয়েও আর তোমার সামনে বসবো না।
অপ্রয়োজনীয় এই কথাগুলোর মূল্য দিতে গিয়ে তুমিও আর রাত ১১টার বদলে রাত ৩টায় ঘুমাবেনা। 
ঘুমের ট্যাবলেটে এখন আমার কিচ্ছু হয় না। 
দিনের বেলায় জেগে বলিনা আমার খুব ঘুম পাচ্ছে। 
বিষে বিষে বিষক্ষয় তাই এখন আর ঘুমের জন্যও কাজ করেনা।
আমি একটা রাত চিন্তামুক্তভাবে ঘুমাতে চাই। 
ঘুম থেকে জেগে যেন তোমার কথা মনে করে মন খারাপ না হয়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.