![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তারী বিদ্যায় অধ্যনয়রত শিক্ষানবিস একজন। ছোট বেলা থেকেই সৃজনশীল কাজ ভাল লাগে। বাবার অনুপ্রেরণায় প্রথম লেখালেখির শুরু। ভাল লাগে ছবি তোলতে। বেশ কয়েকবার ছবি প্রদর্শিত ও হয়। এইতো লেখালেখি,ছবি,পড়াশোনা,মানব সেবার ইচ্ছা। সব মিলিয়েই আমি।
একটা সময়ে এসে বাস্তবতাকে একটু দূরে বসিয়ে রাখতে হয়। বাস্তবতা হচ্ছে বাবা'র মত আর "আবেগ" টা হচ্ছে অনেকটা 'মায়ের' মত।
কেন বললাম? ওই যে বাবা যখন পরিবারের সবার ভরণ পোষণে ব্যস্ত তখন মা ব্যস্ত সংসার থেকে আর একটু বাঁচিয়ে বাবাকে সাহায্য করা যতটা পারা যায়। একজনকে ফেলে অন্যজন চলতে পারে না।
জীবনটাও আসলে এমন। বাস্তবতার দৌড়ে যখন ক্লান্তি চলে আসে তখন বিচ্ছিন্ন কিছু মুঠো ভর্তি আবেগ জীবনকে উপভোগ্য করে তোলে । যে মানুষের চোখ থেকে কোনদিন জল পড়ে নি সেই মানুষটা সবচেয়ে বেশি দূর্বল।
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ গুলোর দরকার আছে অনেক। না হয় এক সময় বাস্তবতার দৌড়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে গেলে উঠে দাঁড়াবার শক্তিও থাকবে না।
আজকাল মানুষগুলো খুব বেশি আত্মকেন্দ্রিক । তাদের কাউকে আমি দোষ দিচ্ছি না। হয়ত সময়টাই এমন। আগের নিজের চিন্তা তারপর অন্যকিছু। কিন্তু এই সময়েও কিছু মানুষ আছে যারা এগুলো থেকে একটু বাইরে। নিজের সাথে সবাইকে ভাল দেখতে চায়,ভাল রাখতে চায়। যাদের এখন "বোকা" উপাধি দেয়া হয়। এই বোকা শ্রেণীর প্রাণীগুলোর জন্য খারাপ লাগে। যেখানে যাকে পায় ধরে রাখতে চায় আবেগ আর বাস্তবতা দিয়ে। শেষমেষ পেরে উঠে না। হেরে যায় আবেগ আর জিতে যায় বাস্তবতা ।
কিন্তু একটা ধ্রুব সত্য হলো জীবনের পড়ন্তবেলায় এই চরম বাস্তববাদী মানুষগুলো বুঝতে পারবে জীবনে তাদের অনেক কিছু পাওয়া হয় নি,অনেক অনুভূতি স্মৃতিতে জমা হয় নি,অনেক চোখের জলে শেষ হওয়া রাতগুলো পাওয়া হয় নি। তখন আফসোস করেই বা কি হবে? ফিরে কি যাওয়া যাবে ওই সময়গুলোতে? না। কোনভাবেই না।
তাই বাঁচিয়ে রাখুন আবেগগুলো,যত্ন করে তুলে রাখুন আলমারির সবচেয়ে সুরক্ষিত অংশে । বেঁচে যাবেন আপনি। এখন সাময়িক কষ্ট হলেও একদিন মন ভরে উঠবে আপনার। জীবনকে উপভোগ করতে চাইলে জীবনও আপনাকে অনেক উপায় দেখিয়ে দিবে।
বেঁচে থাকুক আমাদের এই অনুভূতিগুলো।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ. শুভ কামনা আপনার জন্যেও..
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।
শুভ কামনা জানবেন।