![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তারী বিদ্যায় অধ্যনয়রত শিক্ষানবিস একজন। ছোট বেলা থেকেই সৃজনশীল কাজ ভাল লাগে। বাবার অনুপ্রেরণায় প্রথম লেখালেখির শুরু। ভাল লাগে ছবি তোলতে। বেশ কয়েকবার ছবি প্রদর্শিত ও হয়। এইতো লেখালেখি,ছবি,পড়াশোনা,মানব সেবার ইচ্ছা। সব মিলিয়েই আমি।
অনুকাব্য
১.
ভর দুপুরে একলা আকাশ
মেঘের রাজ্য কল্পনা,
ভালবাসি তোমায় অনেক
এটা কোন গল্প না।
২.
বর্ষা জমে চোখের পাতায়
এক চিলতে হাসি,
তোমার জন্য আনতে পারি
হ্যামিলনের বাঁশি।
৩.
মেঘে মেঘে গেল বেলা
আশার নামে ফাঁকি,
ভালবাসার আজব খেলায়
আজ নগদ কাল বাকি।
৪.
বললো সবাই ওহে বালক
কষ্ট ধরে রাখিস,
মেঘলা দিনে উদাস চোখে
আকাশ পানে দেখিস।
৫.
সব ভুলে তাই মনের কাছে
দিলাম খোলা চিঠি,
চিঠির খামে লিখে দিলাম
আজ থেকে তোর ছুটি।
১১ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ নিবেন। আমার ব্লগে স্বাগতম
২| ১১ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯
অন্তু নীল বলেছেন: সুন্দর।
নগদে দিলাম ভালোলাগা।
১১ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪
রঙ্গীন ঘুড়ি বলেছেন: বুক পকেটে জমিয়ে রাখলাম ভাল লাগাটুকু। ধন্যবাদ নিবেন। আমার ব্লগে স্বাগতম।
৩| ১১ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ছিমছাম, সুন্দর সব। +
১১ ই জুন, ২০১৬ রাত ১০:৫৭
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল লাগা রেখে গেলাম উত্তরে। আমার ব্লগে স্বাগতম।
৪| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:২৩
উল্টা দূরবীন বলেছেন: মোটামুটি লাগলো।
১২ ই জুন, ২০১৬ রাত ১২:০৪
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আমার ব্লগে স্বাগতম।
৫| ১২ ই জুন, ২০১৬ রাত ১২:০২
সুমন কর বলেছেন: ভালো লাগলো।
১২ ই জুন, ২০১৬ রাত ১২:০৫
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ নিবেন। স্বাগতম আমার ব্লগে।
৬| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৬
ইকরাম উল হক বলেছেন: দারুন। অনুকাব্য পড়ে মজা পায়
১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ নিবেন। আমার ব্লগে স্বাগতম
৭| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৪
কালনী নদী বলেছেন: অনুর জন্য কাছে আসা
অনুর জন্য বাঁচা,
অনুর মাঝেই একলা একা
অনুই ভালবাসা। ♥ - রঙ্গীন ঘুড়ি
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার অনুকাব্য।