![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তারী বিদ্যায় অধ্যনয়রত শিক্ষানবিস একজন। ছোট বেলা থেকেই সৃজনশীল কাজ ভাল লাগে। বাবার অনুপ্রেরণায় প্রথম লেখালেখির শুরু। ভাল লাগে ছবি তোলতে। বেশ কয়েকবার ছবি প্রদর্শিত ও হয়। এইতো লেখালেখি,ছবি,পড়াশোনা,মানব সেবার ইচ্ছা। সব মিলিয়েই আমি।
আরো একটি নষ্ট রাতের শুরু...
অপলক চোখের মায়ায়,
বিক্ষিপ্ত আমার আকাশের সমস্ত তারারা।
মুগ্ধ আমি পুড়ে ছাই হই আবারো-
সেই বাঁকা ঠোঁটের জিজ্ঞাসু হাসিতে।
মেয়ে,তুমি জানো না-
কতটা আঁধার রাত শেষে বাড়ি ফিরেছি আমি,
ফিরেছি একটা অদৃশ্য মায়ার টানে।
রেখেছি ঠিক সেখানে যেখানে জমে থাকা
বুক পকেটের নীল খামটা জানান দেয়-
আমার নিস্তব্ধ শহরের প্রতিটা বাঁকে
অষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে একটা হাসিমুখ।
দ্রোপদী ভালবাসায় না বা হলো এক হওয়া,
নাই বা হল একসাথে হারিয়ে যাওয়া,
নাই বা হল এক সমুদ্র সূর্যোদয় দেখার পালা,
না হয় শেষ জোছনাটা আলো ছড়াতে ছড়াতে
শেষই হয়ে গেল খুব গোপনে...
মেয়ে,তারপরও জেনে রেখো -
আরো একটি নষ্ট রাতের শুরু তোমাতেই,
শুরু নতুন করে নতুন কোন একলা প্রহর রচনা।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৩
রঙ্গীন ঘুড়ি বলেছেন: সে আর বলতে?? রোমান্সে ভরপুর আগা থেকে গোঁড়া।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪০
কালনী নদী বলেছেন: ভাইজান, আপনি কিন্তু বেসম্ভব রুমান্টিক।