নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উড়তে ভালো লাগে,মেঘের সাথে লুকোচুরি ভাল লাগে। ভাল লাগে এক আকাশ তারা কে সাক্ষী রেখে নাবিকের মত পথ খুঁজে নিতে। চোখ বন্ধ করে একটা নীল সমুদ্র আকঁতে ভাল লাগে। আর ভাল লাগে \"তুমি\" তে হারিয়ে যেতে ।

রঙ্গীন ঘুড়ি

ডাক্তারী বিদ্যায় অধ্যনয়রত শিক্ষানবিস একজন। ছোট বেলা থেকেই সৃজনশীল কাজ ভাল লাগে। বাবার অনুপ্রেরণায় প্রথম লেখালেখির শুরু। ভাল লাগে ছবি তোলতে। বেশ কয়েকবার ছবি প্রদর্শিত ও হয়। এইতো লেখালেখি,ছবি,পড়াশোনা,মানব সেবার ইচ্ছা। সব মিলিয়েই আমি।

রঙ্গীন ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

"আমি পারি নি এখনো"

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১




আজ তোমার নাম্বারটা ডিলিট করে দিলাম।
অনেক রাতে যখন ঘুম আসে না, তোমাকে মেসেজ পাঠাই।
বারবার মনে হয় আর একবার কথা হলে
মনের সব অস্থিরতা মুক্তি পাবে...
তুমি বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে।
না, আমি পারিনি মুছে দিতে আমাদের সব কিছু।
কাঁধে মাথা রেখে কাটিয়ে দেয়া অলস সময়গুলো
আঙুলের কোণে, নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার গন্ধ আজও ।
ছেলেমানুষি আমার সব-
না, আমি তোমার মতো বড় হতে পারলাম না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১

রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ সুমন দা। ভালো লাগলো জেনে ভাল লাগলো। :)

২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম লাগল।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪২

রঙ্গীন ঘুড়ি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা রইলো দিশেহারা রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.