নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উড়তে ভালো লাগে,মেঘের সাথে লুকোচুরি ভাল লাগে। ভাল লাগে এক আকাশ তারা কে সাক্ষী রেখে নাবিকের মত পথ খুঁজে নিতে। চোখ বন্ধ করে একটা নীল সমুদ্র আকঁতে ভাল লাগে। আর ভাল লাগে \"তুমি\" তে হারিয়ে যেতে ।

রঙ্গীন ঘুড়ি

ডাক্তারী বিদ্যায় অধ্যনয়রত শিক্ষানবিস একজন। ছোট বেলা থেকেই সৃজনশীল কাজ ভাল লাগে। বাবার অনুপ্রেরণায় প্রথম লেখালেখির শুরু। ভাল লাগে ছবি তোলতে। বেশ কয়েকবার ছবি প্রদর্শিত ও হয়। এইতো লেখালেখি,ছবি,পড়াশোনা,মানব সেবার ইচ্ছা। সব মিলিয়েই আমি।

রঙ্গীন ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

"Your Choice"

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪



আশেপাশে রোমান্টিক রোমান্টিক পোস্ট পড়ে রোমান্সের ইচ্ছা জাগে। পরেই ভাবি শ্লার সবার কপাল আসলে সবকিছু থাকে না।

কবিতা,উপন্যাস,গল্পে যেইভাবে উথলে পড়ে ভালবাসা এমন ভালবাসা বাস্তব জীবনের না। বাবার ঘামে ভেজা টাকা, মা'র একটু একটু করে গড়ে তোলা সংসার, ভাই এর পকেট খরচের কিছুটা বাঁচিয়ে বাবার উপর চাপ কমানো, বোনের একটা শখ পূরণের অভাব হাসিমুখে মেনে নেয়া,স্ত্রীর বায়নাটা মুখে এসেও বলতে না পারা।

হ্যাঁ,এটাই ভালবাসা। দিনশেষে কিছু অভ্যাস শুধু ! বৃষ্টির দিনে একসাথে নীল শাড়িতে তুমি আর পাঞ্জাবীতে আমি শুধুই ফ্যানটাসির অন্য নাম কিংবা বলা যায় বড়লোকের আধিখ্যেতা! বৃষ্টি তে ভিজে এসে আবার দুই ঘরে দুইজন ব্যস্ত নিজস্ব দুনিয়ায়। এক ছাদের নিচে থেকেও "কর্পোরেট ভালবাসা" দুই জনের মধ্যে। বাহ...

ফ্যান্টাসি র ডানাওয়ালা রাজকুমারের ঘোড়া আর রিয়েলিটির পাগলা ঘোড়ায় যখন সংঘর্ষ বাঁধে তখনই বুঝা যায় এটা জাস্ট একটা স্বপ্ন ছিল।

তাই নাটক,সিনেমার ভালবাসা নয়। নাটক সিনেমার ফ্যান্টাসি নিয়ে মেতে না থেকে রিয়েল লাইফে বাবা-মা এর দুই,তিন,চার যুগ পেরিয়ে যাওয়া ভালবাসায় চোখ রাখুন। একই তেল,ডাল,নুন, মশলা দিয়ে যেমন রেস্তোরার চোখের ক্ষুধা মেটানো যায় তেমনি একজন একটু কম খেয়ে অন্যজনের খাওয়া দেখে মনের তৃপ্তিও মেটানো যায়।

অপশন অনেক,চয়েজটা আপনার। :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০১

অনর্থদর্শী বলেছেন: এই দুনিয়ায় কে রোমান্টিক নয় বলুন তো, সবার মধ্যেই একটা করে শেক্সপীয়র বা নেরুদা লুকিয়ে আছে, নয়লে পৃথিবীটা বেঁচে থাকত না এতদিন?
আর বাবা-মায়ের ভালোবাসার কথা বলছেন, আমি মনে করি আপনি ভাগ্যবান, নইলে আজকের এই যুগে সবটাই যেন বছরের পর বছর পেরিয়ে শুধু অভ্যাসে পরিনত, তাই ভালোবাসতে এখনও কবিতা আর বৃষ্টিই ভরসা।

২| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১১

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: ভালবাসা হইতেছে সাহিত্যের চক্রান্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.