নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

অপরিকল্পিত ঢাকা শহরের জলাবদ্ধতা

২৫ শে মে, ২০১৪ রাত ১২:৩২

বৃষ্টিময় একটা দিন চলে গেল । খারাপ ছিলো না আজকের দিনটা। অনেক গরম ছিলো গত কয়েক দিন ।

তবে সত্যি কথা বলতে কি আমাদের ঢাকাবাসিদের জন্য বৃষ্টির একটা বিরূপ প্রভাবও লক্ষ্য করা যায় বৃষ্টি শেষ হলেই ।



খুব অল্পতেই রাস্তায় বৃষ্টি পানি জমে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটায় । ঢাকা শহরের ড্রানেজ ব্যবস্থা যে খুব খারাপ সেটা সবাই কম বেশি জানে ।



তারপরও একটা নগরীতে ভালো পানিনিস্কাশন এর ব্যবস্থা থাকার বিশাল জরুরী ।

আমাদের সরকার গুলো কোন কালেই এই দিকে তেমন নজর দেয় না ।



আসলে আমি এখনো মনে করি যে আমাদের ঢাকা শহর টা আবার ভেঙ্গে চুরে সঠিক পরিকল্পনায় নির্মাণ করার সময় শেষ হয়ে যায় নি ।

সবকিছু আবার আমাদের নতুন করে শুরু করার দরকার হয়ে পড়েছে ।

এর জন্য আমাদের দরকার ভালো সরকার ব্যবস্থা ।



:)

:)

:)



:)

:)

ফেসবুক এ যেকেউ আমাকে ফলো করতে পারেন Ronykhan Ron



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.