নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস আজ বিকৃতির পথে

৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:০৮

ইতিহাস আজ বিকৃত হচ্ছে শুধু নিজ ব্যক্তিগত কিছু স্বার্থে । তাও আবার কিছু গুটি কয়েক মানুষের জন্য । যাদের শুধু জোর করে ইতিহাসের পাতায় ঠায় দেওয়া হচ্ছে ।

আমাদের এই বঙ্গদেশী অঞ্চলে বিখ্যাত মানুষের অভাব ছিলো না কোন কালেই ।

অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্ম এই বাংলাদেশ বা তার আশেপাশের অঞ্চলে



সবাই আজ ডিজিটাল নিয়ে মাতামাতিতে খুব ব্যস্ত । যাদের সময় হয় না নিজ দেশে বা নিজ অঞ্চলের ইতিহাস জানার । আমরা বিশেষ করে বাংলাদেশীরা খুব কম স্মৃতিসম্পন্ন জাতি । কিছু সময়ের মাঝে আমরা আমাদের ইতিহাস কে পুরাই বিকৃত করে ফেলি ।



আমাদের মাঝে বিভেদ টা খুব বেশি । দেশে ব্যক্তি বিশেষ ইতিহাসে পর ইতিহাস । কেউ এমন ছিলো বা কেউ তেমন ছিলো ইত্যাদি ইত্যাদি ধরনের ।



এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে আমাদের । আমাদের জানতে হবে সঠিক ইতিহাস গুলো । জানতে হবে আমাদের বঙ্গদেশীও কয়েকশ বছরের ইতিহাস ধারা ।



ফেসবুক এ যেকেউ আমাকে ফলো করতে পারেন

Ronykhan Ron

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.