নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে মানুষের সংখ্যা বেশি নাকি পিপড়ার সংখ্যা বেশি ব্যাখাসহ উত্তর আব্যশক X(( X((

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

সম্ভাব্য উওর ঃ countable এবং uncountable বলে একটা জিনিস আছে । এখন কথা হইতাছে যে সব জিনিস গননা করা যাবে বা গননা করা আসলেই সম্ভব সেই সব জিনিস এর ক্ষেত্রেই countable বা গণনার যোগ্য শব্দ ব্যবহার করা যাবে । এখন পিপড়ার ক্ষেত্রে গননা করা আসলেই সম্ভব না । তাই সেটা কোন ভাবেই countable এর মাঝে পরবে না এবং অপরদিকে মানুষকে count করা যাবে তাই এই একটা সংখ্যা বের করা সম্ভব ।



সুতরাং টেকনিক্যালি ভাবে মানুষের সংখ্যা বেশি । পিপড়া হয়তো ৭০০+ কোটির থেকে বেশি হবে কিন্তু তা গননা যোগ্য নয় । অপরদিকে মানুষের সংখ্যা গননা করা যায় । সেই ক্ষেত্রে মানুষই বেশি যুক্তি কিন্তু তাই বলে , যেখানে প্রত্যক্ষ প্রমানটাই আবশ্যক ।

যদি গননা করা সম্ভব হত তাহলে আপনি বলতে পারতেন যে পিপড়ার সংখ্যা বেশি ।



পরিশেষে বলতে হয় যে , প্রশ্ন টা অবান্তর হলেও যুক্তি গুলো কিন্তু অবান্তর ছিলো না । জগতের অনেক জিনিসই আছে যা কিছু নিয়ে আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে । তাই ভাবলাম নতুন কিছু নিয়ে আলোচনা করি ।

আর অবান্তর জিনিস গুলো কেই বেশি সিরিয়াসলি নেওয়া দরকার । তাহলে নতুন কিছু সৃস্টির সম্ভবনা হয়ে উঠে । :D



ফেসবুক এ যেকেউ আমাকে ফলো করতে পারেন Ronykhan Ron

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.