নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

নখ দর্পণহীন বিরোধী দল এবং কিছু কথা

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

প্রতিদিনই প্রায় শুনি বিভিন্ন মাধ্যমে যে আমাদের বিরোধী দল বিএনপি এই করবে সেই করবে । তবে তাদের এই করবে সেই করবের মাঝে কিন্তু কিছুই করা এখনো হলো না ।

তবে বিএনপি নিজেরা যতটা স্পট লাইটে থাকার চেস্টা করতাছে , তার থেকে বেশি সরকারের মন্ত্রিরা বিএনপি কে স্পট লাইটে রাখতে জান প্রান দিয়ে দিচ্ছে ।



ইদাংনিক তো মন্ত্রিমহাদয়েরা বিএনপির কথা বলতে বলতে মূখে ফ্যানা তুলে ফালাইতাছে । বিএনপি না জানি কি বা বিএনপি এটার জন্য দায়ী ছিলো , বিএনপি ঐটার জন্য দায়ী । আরে কত কথা বলে ইনারা ।



আর নখ দর্পণহীন বিএনপির কথা কি আর বলবো । আমার তো মনে হয় দুনিয়ার আর কোন বিরোধী দল এমন সব আন্দোলনের উপাদান পাবে না , যতটা উপাদান বিএনপি পায় বা পেয়েছিলো । কিন্তু তারা তো আর জনগন এর জিনিস নিয়ে মাথা ঘামায় না । তারা শুধু নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি পারে ।



তারা এটা বুঝে না যে , তারা যদি জনগন এর দাবী , আবেগ , ক্ষোভ নিয়ে আন্দোলন করে তবে জনগনই তাদের পাশে থাকবে । বিএনপির ছাত্র দলের নাম পরিবর্তন করে অছাত্র দল রাখা দরকার । কারন এই সংগঠনের দায়িত্বে যারা আছে তারা তো অনেক বয়স্ক । যতসব বুড়া দামড়া লোক দিয়ে ছাত্র দল করে রাখছে বিএনপি ।



আর আমাদের প্রিয় এরশাদ চাচারে নিয়ে কিছু বলার মত সাহস আমার মত তুচ্ছ কারো নাই । সে তো আবার বিশেষ দুধ । তবে সে খালেদা জিয়া কে যথার্থই ভালো প্রস্তাব দিছে , যে তার দলে যোগ দেওয়ার জন্য ।



অন্য দিকে অতি মাননীয় প্রধান মন্ত্রি সম্পকে কিছু লিখে জেলে যেতে চাই না রে ভাই

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

রাজীব বলেছেন: বিরোধী দল বিএনপি ???

ভাই বর্তমানে আসেন, বলেন বিরোধী দল জাতীয় পার্টি

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০০

রনিখান রন বলেছেন: জাতীয় পার্টি কে বিরোধী দল বলে আমি এরশাদ চাচা কে অপমান করার কোন ইচ্ছা আমার নাই ।
আর আমি বর্তমানে থাকি আর অতীতেই থাকি না কেন , কাগজে কলমে বিরোধী দিল শুধু সংসদেই । আমার মত আমজনতার কাছে তা মোটেও নয় ।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

কালের সময় বলেছেন: বিরোধী দল আমাকে বানিয়ে দিন তবু মৃত্যু পথ যাত্রী কাকা র কথা বইলেন না ব্যচারা অনেক ভালো একটা মানুষ ছিলো ।
সৈরাচার হোলেও দেশের একজন ভালো প্রেসিডেন্ডট ছিলেনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২

রনিখান রন বলেছেন: আমারো মাঝে মাঝে কাকার জন্য দুঃখ লাগে রে ভাই ।
বেচেরা কাকা আসলেই বড় ভালো একটা মানুষ ছিলো

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১২

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার ব্রেইনের উপরে রাইট ক্লিক করে আপডেট নাও তে ক্লিক করেন।

বিম্পি নাকি বিরধী দল.... ;)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬

রনিখান রন বলেছেন: আমি না হয় আমার ব্রেইনের উপর রাইট ক্লিক করে আপডেট করলাম কিন্তু আপনের কি হবে ভাই !
আমি তো আপনারে নিয়া বড়ই টেনশনে পড়ে গেলাম যে ।

আপনের কোথায় ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে, কাগজের বিরোধী দল কি আর আমজনতার হিসাবে বিরোধ দল কি :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.