![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
আমাদের দেশে এখন বিরোধী দল নিয়ে কিছুটা মনে হয় সবার মাঝেই কনফিউশন আছে । কেউ কেউ মনে করে এরশাদ চাচার দল এখনকার সময়ে রাজনীতিতে বিরোধী দল । কিন্তু অধিকাংশই কিন্তু তা মনে করে না । যদিও কাগজে কলমে এখনকার রাজনীতিতে বিরোধী দল এরশাদ চাচার বারানী দল ।
কিন্তু প্রকৃত গণতন্ত্রের ভাষায় একে কোন ভাবেই বিরোধী দল বলা যাবে না ।
যেই দল সরকারের কোন খারাপ কাজের সমালোচনা করবে না বরং তাদের সাথে এক টেবিলে বসে ভাগ-বাটোয়ারা করে দেশটাকে খাবে তাদের কি বিরোধী দল বলা যাবে !
অন্য দিকে যদিও কাগজে কলমে বিরোধী দল বিএনপি নয় তবুও বাস্তবিক বিচারে তারাই এই দেশের বিরোধী দল । তবে তাদের সেই ভূমিকা তেও অনেক প্রশ্ন থেকে যায় । তাদের লক্ষ্য জনগন দাবী নিয়ে নয় বরং শুধু নির্বাচন নিয়ে । সেটা সবাই এখন প্রায় জানে ।
বিএনপি কে বিরোধী দল কাগজে কলমে বলা না গেলেও তর্কের জন্য বলতেই হবে । তারাই দেশের বিরোধী দল ।
ফেসবুক এ যেকেউ আমাকে ফলো করতে পারেন
Ronykhan Ron
©somewhere in net ltd.