নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

একজন সাইকো এবং কিছু ভাবনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

আমার এটা মনে হয় না যে এক জন মানুষ সাইকো হলেই যে সে খারাপ কাজ করবে । আমার মতে মানুষের সাইকোর ধরনটা বিভিন্ন রকমের । যেমন ঃ কারো ক্ষমতার , কারো টাকার , কারো ভালোবাসার ইত্যাদি । তবে এটা মানতে হবে যে সাইকো দের বুদ্ধি অনেক বেশি থাকে । অনেকে এটা ভাল কাজে লাগায় আবার অনেক এটা খারপ কাজে লাগায় ।

সাইকোরা আত্তক্রেন্দ্রিক হয়ে থাকে ।

এই আত্তক্রেন্দ্রিক এর মাঝেও কিন্তু অনেক ভাল ব্যাপারে সৃষ্টি হয়ে থাকে । যেমন ঃ নিউটন , আইনস্টাইন, থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় বিজ্ঞানীই আছে ,তাদের মাঝে কিন্তু এই সাইকো ব্যাপার টা লক্ষ্য করা যায় ।

অপর দিকে হিটলার থেকে শুরু করে অনেক খারাপ মানুষই আছে যাদের বুদ্ধি অনেক থাকার সত্তেও তারা খারাপ দিকেই ছিল ।

#ronykhan_ron

ফেসবুক এ যেকেউ আমাকে ফলো করতে পারেন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৭

রোমেল আশরাফ বলেছেন: আমরা সবাই কোন না কোন দিক থেকে সাইকো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭

রনিখান রন বলেছেন: সেটা অবশ্য বলা যায় , আমরাও বিভিন্ন দিক থেকে এক রকম সাইকো ।
সাইকো জিনিসটার মাঝে আমি তেমন খারাপ কিছু দেখি না ।
মূলত এটা প্রত্যেকের মাঝে ভিন্নভাবে থাকে

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

রোমেল আশরাফ বলেছেন: আপনি কত % সাইকো ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৮

রনিখান রন বলেছেন: আমি কত % সাইকো সেটা তো জানি না তবে আমার লেখা মাঝে মাঝে দেখতে পারেন তাহলে সেইখান থেকেই আপনি বুঝতে পারবেন আমি কত % সাইকো ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৮

উদদিন বলেছেন: ঠিক বলেছেন , তবে আমি একটু সংযোগ করতে-চাই ; পৃথিবীতে দুই ধরনের সাইকো থাকে , এক ধরনের সাইকোরা আসল সাইকো , আর এক ধরনের সাইকোরা আসল সাইকোদের দ্বার "ভিত্তিম" , সমস্ত আসল সাইকোরা "খুবই অসুস্থ এবং বড্ড দ্রুত ও খারাপ মনের লোক হয় , আমরা গ্রামে এই ধরনের লোকদের "পাজি" বলে ডাকি , দুই শেনীর সাইকোদের মধ্যে এক-নং ) - যেমন শেখ হাছিনা , সাহারা খাতুন , মতিয়া চৌধুরী ওরা হলো আসল সাইকো তার প্রমান "তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারে-নাই ! দুই নং ) -কিছু শান্তী কামী মানুষ আছে খুব সহজেই ঐ সাইকোদের ভিতর বাহির পড়ে ফেলতে পারে এবং জানে -যে এই "পাজি" লোক-গুলো কে এখ্যন"ই চিহ্নিত করতে না পারলে দেশ ধংশ হয়ে যাবে ! সমস্যা হলো শান্তী কামী মানুষদের মনের ভাব ঐ দ্রুত "পাজি" লোক-গুলো-ও পড়তে পারে ফলে শান্তী কামীরা সঙ্গ-বদ্ধ হওয়ার আগেই "পাজিরা" কৌশলে শান্তী কামী মানুষলোকে পাগল বা সাইকো বলে সমাজে ঘোষনা দিয়ে-দেয় এবং তারা জয়ী-ও হয়ে যায় , কারন ওরা সংখ্যায় অনেক বেশী থাকে , প্রমান অসহায় ওয়াজেদ সাহেব , "শেখ হাছিনা-ও ওয়াজেদ সাহেব-কে সাইকো বলে ঘোষনা দিয়েছিলো যখন ওয়াজেদ সাহেব শেখ হাছিনাকে "শেখ হাছিনার" পাগলামী , খালেদা ও জিয়ার বিরুদ্ধে মিথ্যা গালা-গালী করা থেকে বিরত থাকতে বললো , এখন যেমন ৮০ সালে জন্ম হওয়া একটা ছেলে সত্য কথা বললেই তাঁকে স্বাধীনতার বিপখ্যের লোক বলে রাজাকার বানায় , বানায় পাকিস্তানী !

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১০

রনিখান রন বলেছেন: আসল সাইকো বা নকল সাইকো বলে কিছু নাই । জিনিসটাই হইলো সাইকো এবং তাদের মাঝে খারাপ ও ভালো ।
এদেশি কিছু খারাপ সাইকো দের নিয়ে আপনি বলেছে সেটা যথার্থই ঠিক ।
তবে তাদের সাইকোর জিনিস টা ক্ষমতায় থাকার জন্য ।
অতি ভালো বা অতি খারাপ এরাই মূলত সাইকো আর বাকী মাঝে শ্রেনীর মানুষেরা হইলো আমাজনতা ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৫

উদদিন বলেছেন: আপনার মতামত অ-পরিখ্যিত ঃ আমি পরিখ্যিত মতামত দিয়েছি ! সাইকো বলতে কোন শব্দ নাই ! এই সাইকো শব্দ-টা শিখ্যিত চোরেরা অর্থাৎ বুদ্ধিজিবী ও সু-শীল সমাজের জঙ্গীরা 'যারা খুবই দ্রুত তারা আবিস্কার করেছে যেন কোন ভাবেই কেউ তাদের দখ্যিনের দরজা খুলতে না পারে , কেউ খোলার চেষ্টা করবে তো সাইকো হয়ে বন্ধী থাকবে পাগলা গারদে !

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

রনিখান রন বলেছেন: বুঝলাম আপনার কথা @

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.