![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
- কোথায় যেন এই গল্পটা শুনছিলাম মনে নেই ---
এক দেশের এক রাজা তার বাড়ির পাশে পুকুর খনন করলো । এবং সে তার সকল প্রজাদের হুকুম করলো যে ঐ খননকৃত পুকুরে প্রতেকেই এক গ্লাস করে দুধ ঢালবে এক রাতে মধ্যে ।
তো একজন প্রজা রাতের আঁধারে দুধের বদলে এক গ্লাস পানি খননকৃত পুকুরে ঢাললো এই ভেবে যে , সে একা এক গ্লাস পানি ঢাললে কেউ কিছু বুঝতে পারবে না ।
তো পর দিন দেখা গেলো ঐ পুকুরে শুধু পানি , কোন দুধ নেই ।
আসলে সবাই-ই ভাবছিলো যে আমি একা পানি ঢাললে কিছু হবে না ।
আমরা এখন সবাই অন্যদের উপর নির্ভরশীল হয়ে গেছি । আমরা প্রতেকেই এখন ভাবি , আমি না করলে অন্য কেউ করবেই ।
কিন্তু আমাদের যা করার তা নিজেকেই করতে হবে তা বুঝতে পারি যখন আশার আলো গুলো নিবে যায় ।
।
ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন
Ronykhon Ron
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১
রনিখান রন বলেছেন: দেখি চেষ্টা করে ঐরকম কিছু একটা লেখার ।
ধন্যবাদ মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২
সচেতনহ্যাপী বলেছেন: সাথে বিড়ালের গলায় ঘন্টা বাধার গল্পটাও যোগ করতে পারেন।পারষ্পরিক।।