নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

তাদের ছাড়া আসলে জীবন ইম্পসিবল :-* X( B-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

বন্ধু জিনিসটার মাঝেই দারুন একটা ব্যাপার লুকিয়ে আছে । এয়ারটেল এর একটা স্লোগানই তো আছে মনে হয় বন্ধু নিয়ে যেমন বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল । কথা আসলেই সত্য যে প্রত্যেকটা মানুষই তাদের বন্ধুদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে থাকে । তাদের ছাড়া আসলে জীবন ইম্পসিবল । বন্ধু জিনিস টার কোন সংজ্ঞা আমার কাছে নেই বলেই মনে হয় । বন্ধু মানেই স্ল্যাংগ ব্যাবহার করে চিল্লাপাল্লা করা । একটা বন্ধুর সাথে যা শেয়ার করা যায় তা অন্য কারো সাথে শেয়ার করা করা যায় না

কিন্তু কথা হইতাছে একজন মানুষের জীবন ভালো বন্ধু খুব কমই আসে । আবার সেই ভালো বন্ধু আসলেও অনেক সময় ভুল বুঝাবুঝি বা তাকে চিনতে না পারা । কারন ভালো বন্ধুরা সব সময়ই সেই বন্ধুর ভালো চায় যা তাকে খারাপ ভাবে হলেও উপস্থাপন করে অনেক সময় । একজনের জীবনে দুই একজন এর উপর খুব ভালো বন্ধু হয় না । বাকী যারা থাকে তারা হয়তো বন্ধু থাকে কিন্তু বেস্ট ফ্রেন্ড নামক কিছু হয়ে উঠতে পারে না ।

জীবনের কিছু কিছু সময় এই বন্ধুদের সহযোগীতায় বা তাদের সাহায্যে হাজারো বিপদ পাড়ি দেওয়া হয়ে যায় বা হতে পারে ঐ রকম কিছু । বন্ধু যেমন সঠিক পথদেখায় জীবনে চলার ক্ষেত্রে ঠিক তেমনি বিপদ্গামী কিছু বন্ধুদের পাল্লা পড়লে জীবনটাও নস্ট হয়ে যায় ।

খারাপ বন্ধুদের সাথে মিশলে খারাপ হতেই হয় । এই জন্য তো বলা হয়ে থাকে যে , সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ । বন্ধুদের পাল্লায় পড়েই অনেকে নেশার জগতে পা বাড়ায় আবার কেউ বা খারাপ জগতে চলে যায় । একটা মানুষ খারাপ ভালো হওয়ার পিছনের বন্ধুদের ভূমিকা থাকে অনেক । বন্ধু জিনিসটার রূপ অনেকটা মূদ্রার এপিঠ ওপিঠ এর মত । জিনিসটার সুফল কুফল দুই-ই আছে । তবে সেটা নির্ভর করে মানসিকতার উপর । তবে খারাপের থেকে ভালো জিনিসই বেশি থাকে বন্ধুত্বের মাঝে । বন্ধু মানেই নির্ভয়ে বিপদের মোকাবেলা করা ।

আমার নিজস্ব একটা মতবাদ ছেলে মেয়েদের বন্ধুত্ব নিয়ে । আমি মনে করি না যে একজন ছেলে আর একজন মেয়ে আসলেই বন্ধু হতে পারে । যদিও তাদের শুরুটা বন্ধুত্ব দিয়েই শুরু হয় কিন্তু তার পরিনিত শেষ পর্যন্ত বন্ধুত্ব থেকে অন্য দিকে মোর নেয় । আমার কথার সাথে অনেক দ্বিমত করতেই পারেন । তবে এটা আমার নিজস্ব অভিমত ।



যাই হোক বন্ধু তো সব বন্ধুই হয়ে থাকে ।







ফেসবুক যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন

Ronykhan ron

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.