![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
ইদানিং হাতিরঝিলে গেলেই মনটা জুড়িয়ে যায় । সেটা অবশ্য হাতিরঝিলের রূপ দেখে না । কারন এর পাশের এলাকায় থাকার সুবাদে অসংখ্যবার যাওয়া হয়ে গেছে ।
কিন্তু ইদানিং বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহন করা হয়েছে হাতিরঝিলকে রক্ষা করার জন্য ।
এর মাঝে একটা হচ্ছে সমগ্র হাতিরঝিল ব্যাপি দেওয়াল দিয়ে ঘিরে ফেলা । যা আসলেই খুব ভালো উদ্যোগ । এছাড়া পুরো হাতিরঝিল জুড়েই দেওয়া হয়েছে অনেক সিকিউরিটি গার্ড ।
কিন্তু সব থেকে ভালো কাজ করা হয়ছে ভ্রাম্যমান দোকান সমূহ উঠিয়ে দেওয়াতে । এতে কিছু মানুষের সমস্যা হয়তো হয়েছে কিন্তু সর্বোপরি ভালো একটি কাজ হয়েছে ।
এখন হাতিরঝিলে অনেক ভ্রাম্যমান চা, সিগারেট,বাদামের দোকানের সংখ্যা অনেক কমে গেছে । যার ফলে এতো বড় একটা প্রকল্পের আগের সৌন্দয্য কিছুটা হলেও ফিরে আসতাছে ।
কিন্তু অনেকেই বলবে যে , কিছু মানুষের পেটে লাথি মারা হয়ছে সেই সব ভ্রাম্যমান দোকান গুলো উঠিয়ে । এই যুক্তির সাথে আমি মোটেও একমত না । শুধু মাত্র হাতিরঝিল নয় বরং এর সাথে সাথে ঢাকার সকল ফুট পাতের উপর বসা সকল ভ্রাম্যমান দোকান গুলোকেই উঠিয়ে ফেলা দরকার ।
আমরা সব কিছুতে খালি ভাওতাবাজি আর শর্টকাট খুজি । অনেক গুলো জিনিস আছে যেই সব করার ফলে কিছু মানুষের অসুবিধা হলেও সর্বোপরি সবার জন্যই দীর্ঘমেয়াদী ভালো ফল বয়ে আনবে ।
ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন #Ronykhan_ron
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
রনিখান রন বলেছেন: ধন্যবাদ একমত পোষন করার জন্য
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
হেডস্যার বলেছেন:
পেটের সাথে সাথে এদের পাছায় ও লাথি মারা উচিত.....
সাথে এগুলারে যারা সাপোর্ট করে তদের পাছায় ও।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
রনিখান রন বলেছেন: হুম অনেকটা সেইরকম দরকার
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৪
এ কে এম রেজাউল করিম বলেছেন: অভিন্দন ও লেখকের সাথে সহমত পোষন করছি।