![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
জ্ঞানের কোন শর্টকাট নাই । আর শর্টকাট করার চেষ্টা করলেই তা আর জ্ঞানের বিষয় থাকে না , তা হয়ে যায় অনেকটা ম্যাজিক এর মত ।
যা দেখতে ভালোই লাগে কিন্তু ফলাফল শূন্য :O
এতো এতো A+ পাইয়া ছেলেপেলে ভর্তি পরীক্ষায় যে হারে ডাব্বা মারা শুরু করছে তাতে তো আর জ্ঞান বইলা কিছু থাকলো না ।
শুনলাম ঢাকা ইউনিভার্সিটি এর খ-ইউনিটে নাকি ৯১ % ফেল করছে
তাহলে এতো এতো A+ ধুইয়া ধুইয়া কি পুলাইপান পানি খাইবো নাকি । কি অবস্থা হইলো যে , এখন কেউ ভর্তি পরীক্ষায় পাশ করলেই চাঞ্জ পাইয়া যায় ।
আমরা কিন্তু অল্পের উপর দিয়া চইলা আছিলাম ।। ভাগ্যিস A+ পাইনাই ।। তাহলেই হইতো কাম ।।
©somewhere in net ltd.