নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

ওয়াক-থু এই A+ গুলোতে X( X( X(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

ওয়াক-থু :P এই যদি হয় গোল্ডেন A+ এর সারমর্ম তাহলে তাতে আমি আমার থুতু ছিটাই । এমন A+ এর কোন মূল্যই নেই যে A+ পেয়ে শিক্ষার্থী ভার্সিটির এক্সাম এ পাশ তো দূরের কথা বরং জঘন্য ফলাফল করে খবরের শিরোনাম হয়ে উঠে 3:)

এর জন্য দায়ী কে ? মনে হয় সেটা আমরা কিছুটা জানি । তবে ঐ ফলাফলের জন্য সরকারের শিক্ষা ব্যবস্থা যেমন দায়ী করতে পারি ঠিক তেমনি সেই সব শিক্ষার্থীর অভিভাবকদেরও সমান দায়ী করতে হবে :(
যারা কিনা তাদের সন্তানদের শুধু ফলাফল নির্ভর লেখাপড়া ব্যাপারে ভূমিকা পালন করতো 3:)
এখন এমন দাঁড়িয়েছে যে , একজন A+ শিক্ষার্থীর ব্যাসিক জ্ঞান মেধার বিচারে জঘন্য পর্যায়ে । ইউনিভার্সিটি তে ভর্তি যোগ্য শিক্ষার্থী এখন পাওয়াও যায় না ।
ঢাকা ইউনিভার্সিটি এর খ ইউনিটের ইংরেজি বিভাগের জন্য নাকি মাত্র ২ জন্য যোগ্যতা অর্জন করছে :P

তাহলে শেষপর্যন্ত এমন তথাকথিত A+ এ আমি থুতুও ফালিয়ে তাদের মর্যাদা দান করতে চাই না ।

( সত্যিকারের এ-প্লাস ধারীরা আজ শুধু মাত্র অপমানিত হচ্ছে সেই সব তথাকথিত এ-প্লাস ধারীদের জন্য )

#Ronykhan_ron


ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.