![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
ওয়াক-থু এই যদি হয় গোল্ডেন A+ এর সারমর্ম তাহলে তাতে আমি আমার থুতু ছিটাই । এমন A+ এর কোন মূল্যই নেই যে A+ পেয়ে শিক্ষার্থী ভার্সিটির এক্সাম এ পাশ তো দূরের কথা বরং জঘন্য ফলাফল করে খবরের শিরোনাম হয়ে উঠে 3
এর জন্য দায়ী কে ? মনে হয় সেটা আমরা কিছুটা জানি । তবে ঐ ফলাফলের জন্য সরকারের শিক্ষা ব্যবস্থা যেমন দায়ী করতে পারি ঠিক তেমনি সেই সব শিক্ষার্থীর অভিভাবকদেরও সমান দায়ী করতে হবে
যারা কিনা তাদের সন্তানদের শুধু ফলাফল নির্ভর লেখাপড়া ব্যাপারে ভূমিকা পালন করতো 3
এখন এমন দাঁড়িয়েছে যে , একজন A+ শিক্ষার্থীর ব্যাসিক জ্ঞান মেধার বিচারে জঘন্য পর্যায়ে । ইউনিভার্সিটি তে ভর্তি যোগ্য শিক্ষার্থী এখন পাওয়াও যায় না ।
ঢাকা ইউনিভার্সিটি এর খ ইউনিটের ইংরেজি বিভাগের জন্য নাকি মাত্র ২ জন্য যোগ্যতা অর্জন করছে
তাহলে শেষপর্যন্ত এমন তথাকথিত A+ এ আমি থুতুও ফালিয়ে তাদের মর্যাদা দান করতে চাই না ।
( সত্যিকারের এ-প্লাস ধারীরা আজ শুধু মাত্র অপমানিত হচ্ছে সেই সব তথাকথিত এ-প্লাস ধারীদের জন্য )
#Ronykhan_ron
ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন
©somewhere in net ltd.