নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

আফ্রিকায় এক ক্ষুদ্র উপজাতীদের নিয়ে কাহিনাটা ########

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

মূলত তাদের সেই ক্ষুদ্র সমাজের সবাই খুড়িয়ে খুড়িয়ে হাটতো । অবশ্য এটা তাদের কোন সমস্যার ফলে হয়নি ।

বরং তাদের গোত্রিয় প্রধান কোন এক সময় পায়ে আঘাত পাবার পর থেকে সে খুড়িয়ে খুড়িয়ে চলাচল করে । সেই থেকে গোত্রের সবাই দলনেতা কে নকল করে খুড়িয়ে খুড়িয়ে হাটতে থাকে ।

কাহিনীটার সাথে আমাদেরও দারুন মিল আছে । যেমন আমাদের দেশের প্রায় সকল জায়গায়ই কম বেশি দুর্নীতি হয়ে থাকে । এর বেশিভাগ প্রয়োগ ক্ষেত্রে আমাদের রাজনৈতিক অঙ্গনে ।

দলের প্রধান যেমন হবেন দল ঠিক তেমনিই হবে ।আসলেই সবাই তার উপর মহলে অনুকরন বা নকল করতে চায় । সরকার দলের সবাই তার প্রধানের অনুকরন করতেই পছন্দ করে ।
‪#‎Ronykhan_ron‬

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

খেলাঘর বলেছেন:

বক্তব্য পরিস্কার।

সরকার প্রধান ভালো হলে, সবই ভালো হতো।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

রনিখান রন বলেছেন: জি ভাই গাছের গোড়া ঠিক না থাকলে কি আর গাছ ঠিক থাকবে । তাই গোড়াই তেই ভুলকে ঠিক করতে হবে যেমন ঠিক তেমন যে প্রধান তারো ঠিক হতে হবে ।।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো বলেছেন।

শুভকামনা :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

রনিখান রন বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

খেলাঘর বলেছেন:


আপনিও তো খুঁড়িয়ে হাটেন!

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৫

রনিখান রন বলেছেন: না হেটে উপায় আছে রে ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.