![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
সারা দেশে আজ অনেক উন্নয়ন হইতাছে । দেশ আজ বালু ভর্তি ট্রাক বিদেশে রপ্তানীর পরিকল্পনা নিতাছে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য
সাথে ইটের ট্রাক নেওয়া পরিকল্পনাও নিছে । অস্কার কমিটি সিদ্ধান্ত নিয়েছে বিটিভে কে এই বৎসর অস্কার দেওয়া নিয়ে । বিটিভ প্রতিটি সংবাদ সারা দেশের সঠিক চিত্র তুলে ধরার কাজে দারুন ভাবে আজ ব্যস্ত ।
অপর দিকে প্রথম আলো পত্রিকা কে নোবেল দেওয়া যায় কিনা সেই ব্যাপারেও চিন্তা ভাবনা হইতাচে আজ চারিদিকে । সত্য থেকে একধাপ বেশি কিছু পাওয়া যায় শুধু এই প্রথম আলো তেই ।
দেশের মানুষ আজ পকেটে ১১৯০ ডলার নিয়া ঘুরাফেরা করে । বিশেষ করে সবাই নাকি নারায়নগঞ্জ এর দিকে বেড়াতে যেতে পছন্দ করে । এযেন মহা মিলন মেলা ।
সমগ্র দুনিয়ার রোল মডেল হিসাবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ আজ গনতন্ত্রের জন্য । বিভিন্ন দেশ আজ আমাদের কাছ থেকে শিখে নিচ্ছে কেমন করে, কত প্রকারের গনতন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় । এই যেন আকাশের চাঁদ আমাদের জন্য ।
মানুষ আজ বাক-স্বাধীনতার স্বর্গে আজ । আমরা আজ আমাদের মত প্রকাশ দারুন ভাবে করতে পারি । ফেসবুক youtube ইত্যাদির দরকার হয় না আমাদের ।
দুইদিন পরপর হাজার হাজার সোনার বারে দেশ ভরে যাচ্ছে । চারদিকে সোনার দাম এতো কমে গেছে যে বিদেশিরা আমাদের দেশে থেকে সোনা কিনবার জন্য হুমরি খেয়ে পড়ছে ।
দেশের শিক্ষা প্রতিষ্টান আজ প্রমানিত ভাবে দুনিয়ার শ্রেষ্ট শিক্ষা কেন্দ্র হিসাবে প্রকাশ পেয়ে গেছে । নকল বা প্রশ্ন ফাস জাতীয় শব্দ যা কিনা এখন আমরা ভুলেই গেছি ।
পরিশেষে বলতে হচ্ছে দেশে অনেক উন্নতি হয়েছে । আমরা যেন ভিন্ন ভিন্ন গ্রহের মানুষের কথায় কান না দেই ।
.
ভালোবাসি তোমায় # ভালোবাসি বাংলাদেশ
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৮
ক্ষতিগ্রস্থ বলেছেন: দেশে অনেক উন্নতি হয়েছে । আমরা যেন ভিন্ন ভিন্ন গ্রহের মানুষের কথায় কান না দেই।
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৭
রনিখান রন বলেছেন: ভিন গ্রহের মানুষ আমরা ।।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: ভালবাসি বাংলাদেল
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৮
রনিখান রন বলেছেন: সবই বুঝলাম ভাই , কিন্তু বাংলাদেল জিনিস টা কি ? আপনি কি বাংলাদেশ লেখতে চেয়েছিলেন নাকি ভিন গ্রহের কোন দেশের নাম লেখছেন
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৫
কলাবাগান১ বলেছেন: এখন জামাতি-রাজাকারদের গাড়ীতে পতাকা তুলে দিলেই গনতন্ত্রের সুবাতাস বইবে
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
রনিখান রন বলেছেন: ভাই কলাবাগান জি ঃ আমাদের বড় ভুল হইতাছে আমরা সহজেই নিজেদের মাঝে বিভেদের দেওয়াল তুলে দেই । কার গাড়িতে পতাকা উঠবে তা নির্ধারণ আপনি বা আমি করবো না । তা করবে দেশের মানুষ । আমি বা আপনি ভুল করতে পারি কিন্তু সবাই একসাথে ভুল করতে পারে না । এর জন্য দরকার নির্বাচন । যে নির্বাচনে আমি আমার বা আপনি আপনার মতামত তুলে ধরতে পারবেন । তাদের বিপক্ষে বা পক্ষে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
রনিখান রন বলেছেন: ভালোবাসি বাংলাদেশ # ভালোবাসি তোমায়