নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা মানে এই না যে , মানুষের চরম বিশ্বাসের প্রতি আঘাত করা

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৩

____________? - - - - - - - - - ?_____________
একটি উগ্রপন্থা আরেকটি উগ্রপন্থার জন্ম দিয়ে থাকে চিরাচরিত ভাবেই :
:
যেকোন ধর্মঅনুভুতি তে আঘাত করলে এর ফলাফল কোন সময় ভালো হয় না ।


বর্তমান সময়ের অথাকথিত ব্লগার , এহেন মুঙ্কমনা , বিজ্ঞান মানুষসিকতা , ইত্যাদি ইত্যাদি দ্বারা ভূষিত রা বারবার ধর্মঅনুভুতিতে আঘাত করেই যাচ্ছে ।
আর সরকার আঙ্গুল চুষতাছে । :P
আমার সেই সব মুক্তমনা দের কাছে প্রশ্ন 3:) ক্যান রে ভাই তোদের লেখার কি বিষয় আর নাই নাকি , তোরা তো বিজ্ঞানের অনেক জটিল নিয়ে গবেষনা করবি আর তোরা কিনা বার বার ধর্মের প্রতি বিদেষমুলক মতামত দিয়ে মুক্তমনা হিসাবে নিজেদের তুলে ধরবি !! !

মুক্তমনা মানে এই না যে , মানুষের চরম বিশ্বাসের প্রতি আঘাত করা । এই সব যতদিন পর্যন্ত সরকার নিয়ন্ত্রন করতে না পারবে ততদিন পর্যন্ত উপগ্রন্থা মাথা চারাদিয়ে উঠবে ।

আর অবশ্যই একপন্থা কে নিয়ন্ত্রন করে আরেক দাবিয়ে রাখা যায় না কোন সময় । তাই যেকোন ধর্মে প্রতি যেন কোন আঘাত না আসে সেই রকম কাজ করতে হবে সরকারের তাহলেই কোন ধর্মের মানুষ প্রতিহিংসা বশত এমন কাজে লিপ্ত হবে না ।
.
.
আর অবশ্যই এমন করে মানুষকে মেরে ফেলা কারো কাম্য নয় । কোন ধর্মেই মানুষকে মেরে ফেলার কথা বলা হয়নি । তবুও কিছু মানুষ এমন হত্যা কান্ড ঘটিয়ে ধর্মের প্রতি বিভ্রান্ত ছড়িয়ে দেয় সমাজে অশান্তি সৃস্টি করে ।

#ron

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

মীর সজিব বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা টাই ভালো মনে করি।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

রনিখান রন বলেছেন: আপনের মূল্যবোধে যদি আমি না আঘাত করি তবে আপনিও আমাকে আঘাত করবেন না । এইটাই চিরন্তন সত্য ।
ধর্ম নিয়া বাড়াবাড়ি কে আপনি কোন দৃষ্টি কোন থেকে দেখতাছে সেইটাই হইতাছে বড় কথা ।

২| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

নতুন বলেছেন: আর অবশ্যই এমন করে মানুষকে মেরে ফেলা কারো কাম্য নয় । কোন ধর্মেই মানুষকে মেরে ফেলার কথা বলা হয়নি । তবুও কিছু মানুষ এমন হত্যা কান্ড ঘটিয়ে ধর্মের প্রতি বিভ্রান্ত ছড়িয়ে দেয় সমাজে অশান্তি সৃস্টি করে ।

ধম` যখন হত্যা সমথ`ন করেনা... তাহলে যারা হত্যা করে তা কি আসলেই ধমের` অনুসারী????

>> তারা ধমের অনুসারী না...

তাহলে তাদের দমন করা উচিত তাই না???

ধমান্ধদের দমন এবং সাজার কথা না বলে তাদের হত্যাকে সমথ`ন করা হচ্ছেনা কি এই রকেমর পোস্টে??

অবশ্যই কারুর বিশ্বাসে আঘাত করা ঠিকনা... এবং ধম`কে গালাগালি করে কখনো নিজের মত প্রকাশ করা যায়না...

যারা লেখাতে গালিবাজি করে তারা কিভাবে নিজেকে সভ্য দাবী করে???

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০১

রনিখান রন বলেছেন: ধম` যখন হত্যা সমথ`ন করেনা... তাহলে যারা হত্যা করে তা কি আসলেই ধমের` অনুসারী???

উত্তর ঃ এখন আপনি যদি তাকে ধর্ম অনুসরন কারী বলে চিহ্নিত করেন তাহলে সেটা আপনের ভুল । আপনি যখন অন্যান কাজ করেন তখন কেউ বলে না কিন্তু যে আপনি অমুক ধর্মের অনুসারী বলেই অন্যায় কাজ করেছেন ।
বরং সেই ক্ষেত্রে আপনের অন্যায় কাজকে ধর্মের পরিচয়ে দেখা হয় না । তাহলে কেন আপনি এই ক্ষেত্রে দেখবেন যে !

এখন আপনি কাদের দমন করতে চান সেটাই হইতাছে আসল বিষয় ! যারা ধর্মের নামে বাজে মন্তব্য করে মানুষের অনুভুতিতে আঘাত করে তাদের নাকি, যে ঐ আঘাতেঁর কারনে প্রতিহিংসা বশত সেই বাজে মন্তব্যকারী ব্যক্তিকে আঘাত করে ।
বিষয় দুইটা কিন্তু একে অপরের সাথে জটিল ভাবে জড়িত । একটি অপরটির ছাড়া সৃস্টি হয় না কিন্তু ।
আপনি আমি যতই যাই বলি না কেন , যতক্ষন পর্যন্ত কিছু কুতসিত মানসিকতার মানুষেরা ধর্মের নামে বাজে মন্তব্য করা বন্ধ না করবে ততক্ষন পর্যন্ত বিভিন্ন ভাবেই হয়তো কেউ না কেউ এই রকম চরমপন্থার সাথে জড়িত হয়ে যাবে ।

লেখা-লেখির অনেক বিষয় আছে , তবুও কিছু মানুষ সস্তা প্রচারের জন্য এইরকম বিভ্রান্ত ছড়িয়ে বেড়ায় ।

আর আপনি বলতাছে এই সব পোস্ট করে সমর্থন করা হইতাছে কিনা !
কি জটিল আর বিচিত্র মন আপনের সেটা ভেবেই আমি কিঞ্চিত হতাশ হইয়া গেলাম আর কি ! আশা করবো পোস্টটা ভালো করে আরেকবার পড়বেন । দেশে আজ প্রতিদন অনেক মানুষ মারা যাইতাছে বিভিন্ন কারনে তাদের বিচার কি চেয়েছেন কোন সময় । আর যদি সেই সব বিচার চেয়ে থাকেন তাহলে আমিও বলবো , এদের বিচার আমিও চাই তবে মত প্রকাশ যেন এমন না হয় যেন অন্যের ধর্ম কে আঘাত করা কে বলে

৩| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা কাটাকাটি থেকে মাথা কাটাকাটি হয়। ধর্ম নিয়ে আজে বাজে কথা বললে যার মাথা বারফের মত ঠাণ্ডা তার মাথাও গরম হয়।

আর ওরা তা ইচ্ছা করেই করে, এতে তাদের রুজি ভালো হয়।

বিচারের জন্য দেশে বিচার ব্যবস্থা আছে।

ভাগ্যবিচার করার অধিকার কারো নেই।

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

রনিখান রন বলেছেন: লাখের উপর বিচার ঝুলে আছে ! আর বিচার চেয়েই কি সব সময় পাওয়া যায় ।
এতো কাহিনীর তো দরকার নাই , যারা এমন লেখা লেখে যা মানুষের অনুভুতিতে আঘাত হানতে পারে তা নিয়ন্ত্রন করা ।
তাহলেই এমন কোন পরিস্থিতির সৃষ্টি হবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.