নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

সিস্টেম গুলো একটা উল্টিয়ে দিলেই সমাধান হয়ে যাবে অনেক গুলো সমস্যা

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১

বড় বড় সমস্যার সমাধান গুলো সহজ সরল থাকে
কিন্তু ..............................
আমরাই সেই সমস্যা গুলোর সমাধান কে জটিল উপায়ে খুজতে যাই ।
আর সেই ক্ষেত্রেই
সৃষ্টি হয় আরেক টা নতুন সমস্যার .........
বেশ কিছুদন আগে আরিফ আর হোসেন এর একটা লেখা পড়ছিলাম ।
লেখাটার আইডিয়া গুলো ছিলো দারুন

শুধু মাত্র সিস্টেম গুলো কে একটু উল্টিয়ে প্রয়োগ করলেই
অনেক গুলো সমস্যার সমাধান পুরো পুরি না হলেও
অনেকাংশে হয়ে যায় ।
............
যেমন আইডিয়া গুলো অনেকটা এই রকম,
যে রাস্তায় আইন ভঙ্গ করা রিক্সাওয়ালারে ট্রাফিক পুলিশ শাস্তি হিসাবে রিক্সার চাকার হাওয়া ছাইড়া দেয়
অথবা
রিক্সাওয়ালারে চড় থাপড় মারে
ঠিক একই অপরাধে
প্রাইভেট কার এর চালকের কাছ থেকে আইন ভঙ্গ এর অপরাধে ট্রাফিক পুলিশ জড়িমানা করে ।
এখন যদি উক্ত সিস্টেম কে উল্টিয়ে দেই
তাহলে জিনিস টা হইবে এমন , যে আইন ভঙ্গ এর অপরাধে রিক্সাওয়ালা রে জরিমানা করা হবে ।
আর এইক্ষেত্রে জরিমানার সামান্য টাকা টাও রিক্সাওয়ালার কাছে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে । যা পরে আইন ভঙ্গ করার ব্যাপারে রিক্সা চালাতে গিয়ে দশ বার ভাববে ।
আবার ঠিক একই
ভাবে গাড়ি চালক রে আইন ভঙ্গ করার অপরাধে জরিমামা করার বদলে চালক রে ধইরা ইচ্ছা মত বেশ কয়েকটা চড় থাপড় মারলে সে ঐ ভুল গুলো করতে পরে একশবার ভাববে ।
কারন সামান্য জরিমানা দিয়ে দাত কেলিয়ে বের হইয়ে যাওয়ার থেকে রাস্তায় চড় বা কান ধরে উঠ বস ,
যে কোন গাড়ি চালকের জন্য বেশ লজ্জাকর হবেই ।
আসলেই এটা একটা মাত্র সমস্যার সমাধানের ব্যাপারে সামান্য একটা আইডিয়া ।
যা প্রচলিত সিস্টেম থেকে উলটো পুরাটাই ।
#Ronykhan_ron

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৭

শিশু গাছ বলেছেন: এই সিস্টেম চালু হয়ে গেছে। আজ প্রথম আলোতে দেখলাম, পুলিশ মোটর সাইকেল আরোহীকে চড় থাপ্পর দিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.