নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

স্পেসশিপ ভাবনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪

এলিয়েন হইবার পারলে ভালই হইতো !
হয়তো কোন এক ভোরে উঠে জানতে পারবো আমি মানুষ নই ! এলিয়ন
স্পেসশিপ থেকে পড়ে গেছিলাম !
ভুল সময় জন্ম নিয়া ফালাইছি রে ময়নার বাপ !!
আমার আরো দুই চারশ বছর পর জন্ম নিয়া দরকার ছিলো !
এখন যার কারনে আমার অনেক কথা তোদের নিউরন সেল এ গিয়া আঘাত করলেও সেটার প্রতিফলন বেশি কিছু হয় না ।
স্পেসশিপ এর স্লিপিং ক্যাপসুলে থাকা যাইতে পারে কয়েকশ বছর !
তবে ঐ স্পেসশিপ ই যে এখনো তৈরি করা হয় নাই
আপাতত ঐটার জ্বালানী নিয়া টেনশনে আছি ~ নিউক্লিয়া ফিশনে করুম না কি !
আরো নতুন কোন জ্বালানী !
স্পেসশিপ এ একটা সিভিল ইজিনিয়ার থাকা দরকার ! নতুন কোন গ্রহে কলোনী ক্রিয়েট করা জন্য সিভিল ইঞ্জিনিয়ার দরকার ।



facebook link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.