![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
শার্ট ঘামে ভিজে জব জব করতাছে । পায়ে ছিয়ে যাওয়া সেন্ডেল যতটা না যন্ত্রনা দিচ্ছে তার থেকে বেশি দিচ্ছে রাস্তায় নুড়ি পাথর গুলো ।
আচ্ছা নাম টা যদি পরশ না হয়ে অন্য কিছুও তো হতে পারত ।
হতে পারতো পরশ পাথর , যার ছুয়ে দেওয়া তেই সব সোনায় পরিনত হয় ।
বিকেলের রোদে এতো তেজ থাকে না তবুও ট্রেন টা ধরতেই হবে এই রোদে মাথায় নিয়েই পথ হাটছি ।
আগের বার তোর বেশ কয়েক তালা পর্যন্ত উঠেও শেষ পর্যন্ত হইলো না । ইশ কেন যে উচ্চতা ভীতি টা এখনো রয়ে গেছে ।
সকালে কিচ্ছু খাওয়া হয় নাই । সফিকের কাছে থেকে দশ টাকা ধার নিয়ে বের হলাম । অবশ্য সুতাপা ফোন বললো সে নাকি বেশ কিছু টাকা আমাকে ধার দিবে যদি তাকে একদিন ঘুরতে নিয়ে যাই ।
আমি ভাবছি , ভাবছি এবং ভাবছি আচ্ছা এখনকার বিষ গুলার মাঝে একটা খেলে দ্রুত মারা যাওয়া যেতে পারে । দেশে তো কাউরে বিশ্বাস করার উপাই নাই ।
দেখা গেলো বিষের মাঝেও বেজাল আছে ।
পায়ের গতি বাড়িয়ে দিচ্ছি তবুও গন্তব্যের সেই রেললাইনের দেখাই নেই । আচ্ছা নিয়ে কত বার চেষ্টা করলাম সেটা কি মনে করতে পারতাছি ।!
মূখের উপর রোদ টা এসে পড়েছে । ক্লান্ত বিকেলের শান্ত পথে হাটতে হাটতে এসে গেলাম রেললাইন টার পাশে ।
আজ হইতো এই জীবনের একটা সমাপ্তি ঘটে যাবে ।
ধীর পায়ের আমি হেটে চলছি রেললাইনের উপর দিয়ে । আকাশের হালকা উড়ে চলা মেঘ গুলা কে আমার মতন ই মনে হচ্ছে ।
এই হচ্ছে মানব জীবন শেষ একটা মুহুরত ।
ট্রেনের হুইসেল বেজে উঠছে । রাস্তায় মানুষ গুলা চঞ্চল হয়ে উঠছে ।
............................................................ (চলমান )
©somewhere in net ltd.