নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

সুবোদ তুই কি চলে গেছোস

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে #সুবোদ ।
.
পাইলিং এর শব্দে কানঝালা পালা হয়ে যাছে ।
অথচ সুবোদ
চেয়ে আছে হাতুরী পিটানো লোক টার দিকে ।
.
আমি চিৎকার করে বললাম সুবোদ তুই পালিয়ে যা ।
ঘোমট পরিবেশ গাছের পাতা স্থির হয়ে আছে ।
নিচের লোক টা মেশিং অফ করার চেষ্টা করতাছে । সুবোদ এখনো তাকিইয়ে আছে ।
সারা রাত ঘরে ফিরে নাই ।
রাতে নাকি সুবোদ আবারো তার কাছে গেছিলো ।
টিভি তে খেলা হচ্ছে কিন্তু মন টা দিতেই পারতাছি না ।
সুবোদ তুই কি রোজা রাখছিস
- না রাখি নাই
সুবোদ তুই বদলে গেছোস খুব ।
আবারো পাইলিং করার মেশিনে শব্দে চারদিক ঝালাপালা
আর সুবোদ চলে যাচ্ছে ।
আমি ফেসবুকে চ্যাট করতাছি
আর অপু জানাইলো -
.
ওর নাই সব থিউরি তে ভুল ছিলো -
আসলে আমাদের কম বেশি সবার থিউরিতেই ভুলে ভরা।
আমি চিৎকার করে ডাকলাম
সুবোদ সুবোদ তুই কি চলে গেছোস
.
.
.
.
.
.
.
#ronykhan_ron

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.