নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম স্পর্শবিদ্যূৎ

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৪

পেছন ফিরে তাকালে এখনও দেখতে পাই আমার
প্রথম স্পর্শবিদ্যূৎ
তোমার সমস্ত পরোয়ার কাছে দূর্দান্ত এবং দুর্নিবার ।
তুমি কার ? তোমার
নিজের জন্য যে নও - বুঝছিলেনা তখনও
কিছু আলো কিছু অন্ধকার আর শতাব্দীর মহাকাল চিরে

সেইসব মিনতি ও শাপ ; প্রেমের গন্ধ গান

ঘামে মিশে গেলে তখনও দেখতে পাই আমার অর্থবিন্দু
জলসিন্ধু হয়ে ডোবায় এবং ভাসায়

আমি কি তোমার জন্য পাতাল থেকে পদ্ম নিয়ে আসিনি
পাহাড় থেকে নামাইনি ঝর্ণা
তবে কি শুধুই লুণ্ঠক আমি !?

আমাকে ঘৃণা কর । আমার প্রত্যাবর্তন তোমার কাম্য নয়
যেভাবে চলে এসছি প্রস্তর পেরিয়ে প্রান্তর পেরিয়ে
তেপান্তর পেরিয়ে
আমার আর ফিরে আসার ইচ্ছে হতে নেই

29.09.2016 ; চন্দ্রা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগের আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। ব্লগে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি দিয়েই আপনার পোস্ট পড়া শুরু করলাম। কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রথম "লাইক" দিয়ে গেলাম।

তখনও দেখতে পাই আমার অর্থবিন্দু
জলসিন্ধু হয়ে ডোবায় এবং ভাসায়
- চমৎকার বলেছেন এ কথাগুলো।

যেভাবে চলে এসছি প্রস্তর পেরিয়ে প্রান্তর পেরিয়ে
তেপান্তর পেরিয়ে
আমার আর ফিরে আসার ইচ্ছে হতে নেই
-- শিরোনাম থেকে সমাপ্তি পর্যন্ত ভাল লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

ঋতো আহমেদ বলেছেন: সম্মানিত বোধ করছি আপনার মত গুণী অগ্রজ আমার ব্লগে আমার কবিতা পড়েছেন । আপনার সুন্দর মন্তব্য আমার লিখার প্রেরণা হয়ে উঠবে। শুভ কামনা

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

শুরু থেকে শেষ অনবদ্য গতির কবিতা। পড়ে ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

চঞ্চল হরিণী বলেছেন: আপনার প্রথম কবিতাটি সত্যি অনেক সুন্দর। প্রথম প্রেমের সেই স্পর্শ বিদ্যুৎ আমাকেও স্পর্শ করলো। ভেবেছি আপনার সবগুলো লেখাই আস্তে আস্তে পড়বো এবং সবগুলোতে মন্তব্য করার ইচ্ছাও জাগবে আশা করি। একটা কথা এখানে বলি, “নিজের জন্য যে নও - বুঝছিলেনা তখনও” এই লাইনটা যদি এভাবে লিখতেন, “ নিজের জন্য যে নও – তখনও বোঝনি” অথবা “ নিজের জন্য যে নও – বুঝতে পারোনি তখনো” তাহলে হয়তো বেশি ভালো লাগতো। যাক, আমার কথা আমি বললাম, ভালো লাগা আপনার। শুভ কামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

ঋতো আহমেদ বলেছেন: হুম, হতে পারতো । ভেবেছিলাম। কিন্তু সেরকম হয়ে আসেনি । হয়তো ওভাবে ঝংকারটা হয় না তাই ।
যাই হোক, কবিতা পড়েছেন এবং মন্তব্য দিয়েছেন খুব ভাল লাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.