![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
তোমাকে ধন্যবাদ আকাশ তোমাকে ধন্যবাদ মেঘ
বৃষ্টি ও বাদল
আজ হঠাৎ এনে দিলে এই দিন এই বর্ষা
আকাশ ভেঙে সৃষ্টি ।
তোমার জন্য ব্যকুল যে ওই দৃষ্টি
উপচে পড়া প্রেম
কেউ বলে থাক, বেঁচে থাক; প্লাবন তুলুক তুলকালাম ।
আমার ঘরের থেকে দূরে, আরও ঘর; ঘর ভেঙে নিয়ে যায়
যাক
প্রবল জোয়ার আসুক
ভেসে যাক চৌকাঠ চালা, উঠোন, গোপন দুর্নাম ।
অজস্র দিনের পর রাত অজস্র রাতের পর ভোর মাঠ
প্রান্তর গ্রাম
এমনকি নদীও যাচ্ছে ভিজে ; যাক
তোমাকে ধন্যবাদ আকাশ তোমাকে ধন্যবাদ মেঘ তোমাকে
ধন্যবাদ অনেক
01.10.2016 ; উত্তরা
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: What is simple, is beautiful -- কথাটা এ কবিতার ক্ষেত্রে প্রযোজ্য। কবিতার সাবলীল কথামালা ভাল লেগেছে।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং শুভ কামনা
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
চঞ্চল হরিণী বলেছেন: তোমাকে ধন্যবাদ কবি, বৃষ্টির মত মধুর সুরে মন ধ্বনিত করার জন্য।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৮
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব মিষ্টি কবিতা। আমার অনেক ভাল লেগেছে। ভাল লাগা জানিয়ে গেলাম।