![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
কবে শেষ দেখেছিলে , মনে নেই । শুধু মনে আছে
বিদায় ছিল না কোনো, সমাপ্তিও না । খুব সাধারণ
প্রাত্যহিকের মতোই ছেড়ে গেছে চরাচর তোমাদের
তারপর ছেয়ে গেছে মহাকাশ, অসংখ্য মেঘের কান্না
ভেসে গেছে হাজার দুয়ারী ঘর, হৃদয়ে নৈঃশব্দ বন্যা
হয়তো এমনই হয় । কারও কারও । জীবনের দামে
জীবন বিকিয়ে গিয়ে স্রোতে ও খরস্রোতায় যখন সে
দাঁড়ায়- নেই তার অভিবাদন নেই কোনো প্রত্যাশার
গান । কদাচিৎ সংযোগে পুরোনো বিচ্ছিন্ন বন্ধুতাই
সম্বল । কথা তার তুলে রাখা স্মৃতি- স্মৃতিময় পাতা
কবে শেষ দেখেছিলে পায়ের পেছনে পা, পাএ পাএ
চলে যাওয়া । মনে পড়ে কার? মনের ভেতরে আছে
মনের আকার ।
03/10/2016; উত্তরা
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২
করুণাধারা বলেছেন: অনেক, অনেককাল আগে কবিতা পড়তে খুব ভালবাসতাম। তারপর কবে আমার ভিতরের কবিতা পাঠক মরে গেল! হঠাত এই কবিতাটি চোখে পড়ল, বারবার পড়লাম আর বুঝলাম পাঠকের সবটাই মরে যায় নি।
মনের ভিতরে আছে মনের আকার! ++++++++
শুভকামনা
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
ঋতো আহমেদ বলেছেন: খুব ভাল লাগল আমার এই কবিতাটি আপনার ভেতরের কবিতা-পাঠক সত্তাকে জাগিয়ে তুলেছে জেনে। অনুপ্রাণিত হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরু আর শেষটুকু চমৎকার হয়েছে।
মনের ভেতরে আছে মনের আকার -- কথাটা মনে গেঁথে র'লো।
আরেকটা কথা এখানে বলে রাখি, নিজের পরিচয়ে যে অল্প ক'টা কথা বলেছেন, খুব সুন্দর করে বলেছেন। ভাল লেগেছে।
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। আপনার প্রসংসাসুলভ সুন্দর মন্তব্যও আমার মনে গেঁথে রইল।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
উম্মে সায়মা বলেছেন: 'মনের ভেতর আছে মনের আকার'
আসলেই খুব সুন্দর হয়েছে লেখাটি
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য জেনে ভাল লাগল। শুভ কামনা।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
চঞ্চল হরিণী বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম।
“হয়তো এমনই হয় । কারও কারও । জীবনের দামে
জীবন বিকিয়ে গিয়ে স্রোতে ও খরস্রোতায় যখন সে
দাঁড়ায়- নেই তার অভিবাদন নেই কোনো প্রত্যাশার
গান ।”
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
ঋতো আহমেদ বলেছেন: হা হা .. ধন্যবাদ
৬| ০১ লা মে, ২০১৯ সকাল ১১:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
পাএ পাএ নাকি পায়ে পায়ে হবে?
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৭
ক্যাক্টাস বলেছেন: ভাল লাগলো।