নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠো ভিসুভিয়াস

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

পতনের পথ সবচে সহজ পতন মানে পচন বলে ছুড়ে
দিচ্ছ আজ ঘৃণা অবজ্ঞা এবং শ্লেষ যেন তার দীর্ঘশ্বাস
হঠাৎই আগুন হয়ে ঝলসায় যেন অগ্নোৎপাতে হাজার
বছর পেরিয়ে জেগে ওঠে ভিসুভিয়াস যেন এই শহরে
আমাদের চোখের ভেতর আমাদের বুকের ভেতর ঘণ
হয়ে বসে শব্দের লাভা অক্ষরে অক্ষর যদি উগরে দেয়
নীহারিকা তখনও বলবে তুমি নেই আলো নেই পথ
নেই কেবল বিলীন কৃষ্ণগহ্বর মিথ্যে সব বাজে মিথ্যে
স্বপ্ন তখনও দেখবে সহজ স্খলনে দূরে বহু দূরে দূরের
বছরের নক্ষত্রের মতো হঠাৎ নিভে যাওয়া অন্ধকারে
নীচে অনেক পাতালে পড়ে আছে প্রেম প্রাচুর্য্য ও প্রথা

অথচ অথৈ জলের মতোই ছিল আমাদের অপেক্ষার
রঙ গভীরতা ছিল প্রাঞ্জল ছিল প্রতিটি পঙতির যাপন

যাকে ফেলে এসছো সহস্র দিন ও রাত্রির ওপারে যার
প্রাণময় উপস্থিতিই একমাত্র কাম্য ছিল যখন অধীর
আগ্রহে তার পথের দিকেই তাকিয়ে থাকতে যেন তার
কথা গান হলে সেই দৃষ্টির ঝর্ণাধারায় আছড়ে পড়তো
সমূহ অভিযোগ মিশে যেত দূরান্তের সহযাত্রীর সখ্যে

তবে কেন পতনের তুচ্ছ তীর কেন আজ গলিত লাভা
কেন এই শ্লেষ আমি কি এতই অতীত ভীত ভারাক্রান্ত

25.10.2016; চন্দ্রা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ নয়।

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
চিন্তাশীল কাব্য গাথা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.