![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
অঝোর বৃষ্টিতে ঝরে যাচ্ছে আমাদের সিটি মেট্রোপলিটন
মেঘের কান্নার রঙে অপ্রস্তুত কংক্রিট দালান রাজপথ
তুমি আজ ফিরে যেও হে প্রেমময়ী আমার রাঙা হতে
হতে ফিরে যেও আমাদের প্রভাত থেকে দূরে অনেকটা
দূরের সে আশায় থেকো না আর সমাহিত থাকো কিছু
দিন আরো কিছু আরো শতাব্দীর পর সূর্যের সাথে এসো
এ নগরী তোমারই অপেক্ষায় বেড়ে উঠছে দেখো দৈর্ঘ্যে
প্রস্থে উচ্চতায় এমনই ছাড়িয়ে যাচ্ছে যেন মহাকাশ ছুঁবে
ফিরে যেও হে ঘুমভাঙানিয়া এখন আর এসো না এখানে
ফুটপাথে প্রাতঃভ্রমণ সময় পেরিয়ে গেলেও গেটগুলো
খুলছে না কেও টংগুলো ভিজে একাকার রাস্তার ‘পরে
বিগলিত নেড়ী কুকুরের প্রাণ বৃষ্টির জলে জমে থাকা
বিগত রাতের ট্রাক/যন্ত্রদানব হুংকার ভীষণ অজস্র দাগ
ফিরে যেও
হে প্রাণময়ী আমার তুমি আজ ফিরে যেও দূরত্বেই যদি
বাড়ে প্রেম তবে তাই হোক
প্রতিটি পঙতির ভাঁজে আবারও লিখা হোক বিরহের কাল
29.10.2016; উত্তরা
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
ঋতো আহমেদ বলেছেন: মেঘদুত আমারও অনেক প্রিয়। আপনার ব্লগের মেঘদুত এর সচিত্র উপস্থাপনা দেখার ইচ্ছে জাগছে। মন্তব্যর জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭
চঞ্চল হরিণী বলেছেন: খুব সাধারণ বা সহজ বিষয় নিয়ে আপনি বেশ সুন্দর কথার রুমাল বুনে ফেলেন। এই যেমন বৃষ্টির দিনে প্রেমিকাকে আসতে বারণ করে সুন্দর একটি আসতে মানা ফোনকল দিলেন। ইচ্ছে করে ফোনকল বললাম। আপনি খুব অনুভূতিপ্রবণ পরিষ্কার বোঝা যাচ্ছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
ঋতো আহমেদ বলেছেন: ফোনকল.. হা হা.. ভালই বলেছেন
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
ভ্রমরের ডানা বলেছেন: ফিরিয়ে দাও অরণ্য, লহ এই নগর!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫
ঋতো আহমেদ বলেছেন: বেশ বলেছেন
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লাগল কবিতা ।
প্রতিটি পঙতির ভাঁজে আবারও লিখা হোক বিরহের কাল
তাইতো দেবগিরীতে নির্বাসিত বিরহী যক্ষের বার্তা মেঘের মাধ্যমে
অলকাপুরীতে তার প্রিয়ার কাছে পৌঁছানোর জন্য মহাকবি
কালীদাস লিখেছিলেন মেঘদূত । মেঘদুত নিয়ে আমার
ব্লগে আছে একটি সচিত্র উপস্থাপনা ।
শুভেচ্ছা রইল ।