![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
দিনের পর দিন সম্পূর্ণ অবিশ্বাস্য হয়ে উঠছ তুমি বিস্ময়কর
তোমাকে রোধ করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠছে এখন
কি করব কোথায় যাব কার শরণাপন্ন হব কিচ্ছু কিনারা করতে
পারছি না আমি কেবলই মনে হচ্ছে আমাকে বিপন্ন ও বিপর্যস্ত
দেখে তোমার যে পৈশাচিক আনন্দ তার উৎস যেন আমারই
কোনও ভুলে যদি একবার সেই পরিচ্ছন্ন মুখের এমন বদলে
যাওয়া রূপ আঁচ করতে পারতাম যুগান্তরের পর যখন অধীর
আগ্রহে আঁকছিলাম আমাদের একই পরিণতির ছক যদি একবার
তখনই পরখ করে নিতাম আজ আর এমন করে আপাদমস্তক
নিজেকে নির্বোধ ভাবতে হতো না ভালোবাসার বহিঃপ্রকাশ
বলতে শুধু বুঝতে হতো না আগুন/কামনার দিন ও রাত্রির শুরু
প্রণয় ভেঙে বর্ষিত হতো না বিদ্বেষ শরীরে শরীর ঠুকে যেখানে
জাগবার কথা উত্তাল সমুদ্রের ঢেউ সেখানে আজ মরুপ্রান্তর
ধূ ধূ বালি আর বালিয়াড়ি হাতছানি মরিচিকা যেন বাসনার
বিরহ জ্বালায় ঝলসানো প্রেম আমাদের জীবন জ্বালানো ভুল ছিল
যেন শুভংকর ও নন্দিনী ভুল কালিদাস ভুল ইয়েটস এলিয়ট রিলকে
সবই ভুল কেবল টেড আর প্লাথ প্লাবনের মত সর্বগ্রাসী হয়ে আসে
সমস্ত পরোয়া/দোহাই উপেক্ষা করে এই শতাব্দীর প্রথম জীবন্মৃত
প্রেম হিসেবে ফিরে আসে আমাদের দেহে নিজস্ব ছায়াপথের বিষন্ন
নরকে উগরে দেয় বিষ বিষাদে ঢেকে দেয় প্রাণ শহর বিচরিত মায়া
দিনের পর দিন সত্যি সম্পূর্ণ আলাদা করে ভাবতে হচ্ছে তোমাকে
শেষ কবে দেখেছিলে মনে নেই কেননা এখন শুধু তাকাও কেবল
দ্যাখো না যে ভীষণ মেঘ করলে আকাশে জলের ঘণঘটা হৃদয়ে
নৈঃশব্দই বয়ে আনে তোমার যাকে তুমি পরিবর্তনের পাথেয় বলে
চিহ্নিত করেছিলে একদিন পৃথিবীতে অকুণ্ঠ আলিঙ্গনে উর্বর করেছিলে
যার প্রান্তর তার প্রাচুর্য্য আর আলোকিত করে না তোমায় আজ
কিন্তু কেন
পরিকল্পিত পরিণতির এমন বদলে যাওয়াই কি চেয়েছিলে তুমি
আমি কি এতই সহজ তুচ্ছ নাকি বিস্ময় অন্য কোথাও অন্য কোনও
আলোকবর্ষের ভাঁজ খুলে আবারও বেরিয়ে আসতে বলছো আমায়
নতুন পৃথিবীর পথে
03.11.2016; উত্তরা
০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২
ঋতো আহমেদ বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা
২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! এতো সুন্দর কবিতা আগে পড়লাম না। আফসোস!! কেউ লাইক দিল না এটা আরো আফসোস!
১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০২
ঋতো আহমেদ বলেছেন: লাইক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
জাকিয়া মৌ বলেছেন: অদ্ভুত এবং সুন্দর
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ মৌ আপনার সুন্দর মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৩
ক্ষনিকের মহাকাল বলেছেন: আপনি বেশ ভালো লিখেন।