নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমি তার দশ দিগন্ত

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

কৃতজ্ঞতা স্বীকার : নুদরাত নিসা (উড়ো চিঠি)

চোখের ভেতর অন্ধকার আকাশ আমার আমি তার দশ দিগন্ত
হাতরে বেড়াই যদি সে আসে প্রকট হয় ঈশান মেঘের ঘণঘটায়
যদি তার হৃদয় জমে থাকা বিগত কয়েক জন্মের অভিযোগ আর
অভিমান নিয়ে ভেঙে পড়ে যদি বাড়ে প্রেম গাঢ় অমানিশায় এই
প্রণয়ের কোন কিনারা করব আমি

যদি ভুল হয়

আড়ালে আগলে রাখা স্মৃতি যদি ছুঁয়ে ফেলি যদি তার (কষ্টের)
গোপন চিঠি উড়ো চিঠি হয় আমি তার উত্তরে কি লিখবো তখন
কেমন হবে আমার শব্দের/বাক্যের/কথার বুনন যদি ভেঙে পড়া
অশ্রু এসে নামে যদি তার সব ভার শেষ হয়ে নির্বাসনে যায় সেই
প্রলয়ের কি বুঝাপড়া করব আমি

যদি না বুঝি

যদি তারে খোঁজার চেষ্টায় কালে মহাকালে সমস্ত বিরহী বিকেলে
মেঘে ও পঙতিতে কাছে দূরে সরে সরে ফিরে দেখি চোখে/দৃষ্টিতে
তবে কি শুধুই আমি কেবলই আমার প্রত্যাবর্তন ঘণিয়ে আসতে
হবে আমার শব্দের লাভায় লাগাম টেনে ধরতে হবে যেন অন্ধত্ব
এবং প্রণয়ের দূরত্ব অতিক্রম করে

আসতে পারি

তবে কি উত্তাল কালবৈশাখী আমার ভীরুতা কলুষ আর আমার
দূর্বলতার জঞ্জাল সাফাই করার জন্য আমার কন্ঠস্বরে হৃদয়ের
রৌদ্র ঝলসানো প্রতিধ্বনি শোনা যাচ্ছে আজ আমি কি বন্ধুত্বের
ইশতেহার লিখতে গিয়ে নিজেকে পেরিয়ে যাচ্ছি প্রেমে পূণ্যে ও
দূর্বার বিরহে আমি কি চিঠির সেই ছেলেটির প্রেরণার প্রতিকৃতি

দেখতে পাচ্ছি

04.11.2016; উত্তরা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



চমৎকার সব অনুভুতির কথা ।
পাঠে ভাল লাগল । চিন্তা শক্তির বেশ
স্বাতন্ত্রতা লক্ষনীয় । সৃজনী শক্তির উন্মেষ
ঠিক এমনি করেই গড়ে উঠে । কামনা করি লিখায়
পরিপক্ক্তা আসুক,আমরা পাই একজন শক্তিমান লেখক ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২

ঋতো আহমেদ বলেছেন: আপনার সুন্দর গঠনমুলক মন্তব্য আমার লিখার প্রেরণা হয়ে থাকবে। শুভ কামনা

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

ঋতো আহমেদ বলেছেন: আপনাকে স্বাগতম

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

নীলপরি বলেছেন: বাহ বেশ সুন্দর শব্দের সমাহারে রচিত । ভালো লাগলো ।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

ঋতো আহমেদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

ভাবনা পায়েল বলেছেন: সত্যিই আপনার লেখায় বেশ ণিপুনতা রয়েছে ।অপূর্ব রচনাশৈলীর মাধ্যমে এগিয়ে যান।

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

ঋতো আহমেদ বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ । উৎসাহিত হলাম । শুভ কামনা

৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



ইশতেহার লিখতে গিয়ে নিজেকে পেরিয়ে যাচ্ছি প্রেমে পূণ্যে -

ভাবের গভীরতম তত্ত্ব! সুনিপুণ কবিতা! প্লাস+++

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬

ঋতো আহমেদ বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.