নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অন্তরীক্ষে তুমি আজ

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

আগুন আমাকে ঝলসাতে পারবে না কেন জানো কারণ আমি নিজেই
আগুন অনন্তের গহীন থেকে প্রসারিত করেছি আমার উদগ্রীব শিখা
প্রকাশিত করেছি অগুনিত স্ফুলিঙ্গ পাতাল গর্ভ থেকে উৎক্ষিপ্ত করেছি
লাভা প্রণয়-অগ্নি অন্তরীক্ষে তুমি আজ আর কোন বিদ্যুৎ ঝলকাবে
মেঘে মেঘে আর কত গর্জাবে তোমার কণ্ঠস্বর কত আর ছুড়বে বজ্র

আমি কি এতই ঘৃণার বিদ্বেষের যে আমাকে ভস্ম করতে উদ্যত হয়েছ

অথচ এই আমিই ছিলাম তোমার সব থেকে প্রিয় পাহাড় সব থেকে ঘণ
বৃক্ষরাজির বন আমাকে সঙ্গে নিয়ে হাঁটবে বলে আমার প্রত্যেকটি চরাই
আর উৎরাই পেরুবে বলে প্রত্যেকটি ঝোপ ও জঙ্গলে রাত্রি নামাবে বলে
কথা দিয়েছিলে সেদিন আমার বুকের কাছে সুগভীর নিঃশ্বাসে ভালবাসার
দূর্দান্ত পঙতিমালা উচ্চারিত করছিলে এমনকি দূরের অগ্রগামী নাক্ষত্রিক
আলোয় আমাদের গত/অনাগত সময়ের সমূহ ছবি এঁকে দিচ্ছিলে যেন

আমরাই একমাত্র পৃথিবীতে প্রথম প্রাচীন নৌকোর মনুষ্য জোড় ছিলাম

আমাকে শত্রু করে কি লাভ তোমার

ফিরিয়ে দাও বরং প্রেমের আগুন থেকে কামনার প্রচণ্ড রঙে পৃথিবীকে
যেমন করে রাঙিয়ে গিয়েছিলে সেদিন ফিরিয়ে দাও সে প্রমত্ত রূপ তোমার
বর্ষিত হও প্রবল ঝর্ণাধারায় আছড়ে পড়ো এই নগরীর প্রতিটি সুউচ্চ
দালানের দেহে প্রত্যেকটি রাজপথে অলিতে গলিতে তোমার সোহাগের
দাগ লেগে যাক যেন সব ঋতুমতী নারীদের গোপন যৌবন উছলে ওঠে
অমিত সম্ভাবনায় জেগে ওঠে ভোর

আমার আগুনের হাতটি ধরো হে প্রিয়তম শত্রু আমার আমাকে নিয়ে যাও

শতাব্দীর সব থেকে দূর্বার প্রেমময়তায় নিয়ে যাও তোমার অন্তরীক্ষের
অপার সৌন্দর্যের সখ্যে

14.11.2016; চন্দ্রা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

অপূর্ব ঝংকৃত কবিতা! খুব রোমান্টিক লেগেছে!

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ । আপনার ভাল লেগেছে বুঝে খুব ভাল লাগছে আমার ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: " নগরীর প্রতিটি সুউচ্চ
দালানের দেহে প্রত্যেকটি রাজপথে অলিতে গলিতে তোমার সোহাগের
দাগ লেগে যাক যেন সব ঋতুমতী নারীদের গোপন যৌবন উছলে ওঠে
অমিত সম্ভাবনায় জেগে ওঠে ভোর"। দারুণ লাগলো। বিরাম চিহ্ন ব্যবহার করলে পড়তে আরাম লাগতো বেশি।

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

ঋতো আহমেদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম । কিছু কবিতা হয় বিরাম হীন স্রোতের মতোই, গতির । চিহ্ন দিয়ে সেই গতিকে রোধ করতে চাইনি ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

অতিকায় অমাবস্যা বলেছেন: শতাব্দীর সব থেকে দূর্বার প্রেমময়তায় নিয়ে যাও তোমার অন্তরীক্ষের
অপার সৌন্দর্যের সখ্যেভাল লেগেছে :)

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

ঋতো আহমেদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

আবিদা সিদ্দিকী বলেছেন: কবিতা বুঝি না কিন্তু কবিতা পড়তে পছন্দ করি। পড়তে ভালো লাগলো। আমার আগুনের হাতটি ধরো হে প্রিয়তম শত্রু ...

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০

ঋতো আহমেদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম । মুক্ত মনে ব্লগিং করুন । আপনার পাশেই আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.