![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
যে করেই হোক আমাকে স্পন্দিত করো তোমার হৃদয়ের উষ্ণতায় আজ
আলোড়ন তোলো আমাকে জাগাও এই ধরিত্রীর বিস্তীর্ণ প্রান্তরে তোমার
দৃষ্টিকে ফেরাও দ্যাখো সহস্র বছরের পর আরও একবার আমাদের সেই
প্রাচীন প্রণয়ের উত্থান বিম্বিত সময়ের ফাঁদে ফিরে আসা ফাল্গুনে বিস্ময়ে
ইতিহাস চিরে আসে হৃদয়ে নৈঃশব্দে জলে এখনও অনেকটাই উত্তাল যেন
যেন সামান্য ছুঁলেই আজ ভেতর থেকে বেরিয়ে আসবে তার কবেকার
সেইসব দেহ বিগলিত মন অপার প্রেম পুরাতন পরিচিত কথা রূপ বিচ্যুত
আলো এমনকি সামান্য কণ্ঠের জোরেই আজ অঝোরে বর্ষিত হবে ভাষা
অসংখ্য শব্দের বাণ যেন সব স্মৃতিময় কাল যাপিত জীবনের অবিচ্ছেদ্য
প্রলাপ ঘুরে আসা গান ঘুরে ফিরে আসা কষ্টের আর্ত সুর কবেকার মান
এখানে এইসবে আজো সভ্যতার উত্তাপে আমাদের অন্তর্গত প্রলয় ও দাগ
আমাকে সিক্ত করো যে করেই হোক এই শরীরের ভাঁজে মৃত্তিকার ঘ্রাণের
যে প্রলেপ লেগে আছে তাকে নিস্তেজ করো হৃদয়ের রৌদ্রতাপে ও ঘামে
প্রসন্ন করো হে আমার প্রাণময়ী আবারও স্পর্শ করো এমনই স্পৃহা কেননা
একমাত্র আমাদের জন্যই প্রতিদিন দৃশ্যমান হয়ে ওঠে নমিত সূর্যের পৃথিবী
উদ্যত পাহাড় উড়ন্ত মেঘমালা আর সমবেত বৃক্ষরাজির সেই ব্যকুল সঙ্গীত
তবে কেন আজ এই দূরে থাকা শুধু দূরের গ্রহের মাটির পাতাল কেন আর
কেন আর শব হয়ে পড়ে থাকা এই হে প্রেমময়ী আমার ছুঁয়ে দাও আমায়
স্পন্দিত করো প্রেমের প্রাবল্যে তোমার
29.11.2016; উত্তরা
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২১
ঋতো আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । আমার এই কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে । শুভ কামনা
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
ঋতো আহমেদ,
মনে যে ভালবাসার বীজ বুনেছেন, তাতে কবিতার মাঠ সবুজ হয়েছে। আর সবুজ, সে তো হৃদয়ের গালিচা। প্রেয়সীকে স্পন্দিত করবেই প্রেমের প্রাবল্যে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
ঋতো আহমেদ বলেছেন: বাহ ! আপনি অনেক সুন্দর করে অনুপ্রাণিত করতে পারেন। ধন্যবাদ ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার লেখা প্রথম পড়েই ভীষন ভালো লেগেছে।আপনার কবিতা মনে ভালোবাসার বীজ বোনে।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ঋতো আহমেদ বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে । ভালবাসা হচ্ছে জীবনকে যাপনের সবচেয়ে সুন্দরতম পাথেয় । হৃদয়ে প্রণয়ে ও প্রেমে শুভ কামনা
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২
স্বৈতী ইসলাম বলেছেন: প্রচন্ড প্রচণ্ড ভালো লেগেছে। কয়বার আবৃত্তি করলাম। কিন্তু কোথায় কখন থামতে হবে প্রথমে বুঝতে পারিনি। দাড়ি কমা দিলে হয়তো বুঝতাম। কবিতায় অন্নেকগুলা ++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬
ঋতো আহমেদ বলেছেন: জেনে ভাল লাগল যে আপনার ভাল লেগেছে । কোথায় থামতে হবে কয়েকবার পড়লে আপনাআপনি বুঝতে পারবেন । আমার অন্য এক কবিতার এক মন্তব্যের প্রতিউত্তরে বলেছিলাম কিছু কবিতা হয় নদীর স্রোতের মতোই গতির । দাড়ি/কমা চিহ্ন দিয়ে সেই গতিকে রোধ করতে চাইনি । শুভ কামনা ।
++++এর জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন কবিতা চাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
ঋতো আহমেদ বলেছেন: পেশাগত কাজের চাপে খুব ব্যস্ত সময় যাচ্ছে । তবে, নতুন কবিতার সূচনায় আছি । ..
সত্যি অবাক হলাম সেই সাথে ভাল লাগছে আপনি আমার নতুন কবিতা পড়তে চাইছেন ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৯
চঞ্চল হরিণী বলেছেন: তীব্র আকুলতা প্রেয়সীর স্পর্শের জন্য। ব্যকুল হয়ে ডাকছে কবি। ভীষণ রকম যেন আকাশ বাতাস ফুঁড়ে সেই ডাক শোনা যাচ্ছে। এমন ব্যকুলতা, আকুল আহ্বানে সাড়া না দিয়ে কে থাকতে পারে যদি সত্যি শুনতে পায়! শুনলে কবির এই কবিতাটি প্রাণময়ীর কাছে এতো রাতে মনে হবে “ শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায়ও প্রাণ গরলে”। আবার এমনও অনুভূত হয় “ আমায় এতো রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে ”। চমৎকার প্রেমের কবিতা।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪
ঋতো আহমেদ বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
শুভ কমনা।
++++++
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
ঋতো আহমেদ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা । আর মন্তব্যে + এর জন্য ধন্যবাদ
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
শাব্দিক হিমু বলেছেন:
ভালোলাগা মিশে গেল ভাবনাজুড়ে। শুভ কামনা।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল জেনে ভাল লাগছে । ধন্যবাদ
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২২
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল এই মনোমুগ্ধকর কবিতাখানি।
শুভেচ্ছা রইল ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
ঋতো আহমেদ বলেছেন: আপনার মনকে মুগ্ধ করতে পেরেছি জেনে ভাল লাগছে। শুভ কামনা
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: নিদারুণ স্পন্দিত হ'লাম বটে!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
ঋতো আহমেদ বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটি পড়ে অনেক আড়োলিত হলাম। অনেক সুন্দর ভাষার সমাবেশ করেছেন।
আপনার কল্পনাশক্তিরও প্রশাংসা করতে হয়।
+++++
শুভকামনা।