নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শতাব্দীর অপার প্রান্তরে

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

একেবারে শূন্য থেকে হঠাৎ উদয় হয়েছি আজ এই শতাব্দীর অপার প্রান্তরে
এখানে কেবল তোমার কাছেই পৌঁছোনোর ইচ্ছেয় দৃষ্টিকে করেছি প্রসারিত
প্রলম্বিত করেছি হাত যদি আজ বন্ধুতার নিরবচ্ছিন্ন আশা দেখতে পাও এতে
যদি মনে হয় নাগালের মধ্যেই আছে আমাদের দূরত্বের দাগ যদি বিশ্বাস আসে
যদি এই অযাপিত সময়/কাল পূর্ণতার আওতায় আসবে বলে মনে হয় তোমার

আমাকে নিও (নিঃশব্দ নিঃশ্বাসে) ভালবাসার পূণ্যে ও পাপের তীব্র আবেশে
আমাকে আসক্ত কোরো আদিম প্রাচুর্য্য ও প্রেমে প্রযোজিত কোরো অনাঘ্রাত
হৃদয় তোমার দেখো অপেক্ষার প্রত্যেকটি প্রহর আজ প্রত্যাশায় উন্মুখ হয়ে
আছে খুব কাছে কাছাকাছি অমোঘ মুগ্ধতায় আমাদের নিজস্ব ব্যথার কোনো
এক বিচ্যুতির মধ্য দিয়ে চলে যাচ্ছে মন হৃদয়ের ছায়াপথের সেইসব আচ্ছন্নে

কী অদ্ভুত সুন্দরে নিয়ত সম্মোহিত করে যাচ্ছে আমাদের শব্দের চোখ ও কথা

তুমি কি শুনতে পাচ্ছ বিস্ময়ে বিমুগ্ধ এই দৃষ্টির কণ্ঠস্বর অবিরাম তোমার কর্ণ
কুহরে দৃশ্যের ঝর্ণাধারায় তোমার চোখে ও মনে মননে আমাকে বুঝতে পারছ

আমার অতীত ও ভবিষ্যত বলে কিছুই ছিল না কোনো দিন কেবল তোমাকে
ভেবে হে আমার প্রাণময়ী একেবারে শূন্য থেকে আজ আমাদের এইসব দিন ও
রাত্রির শুরু আমি জানি এই বিস্তীর্ণ বর্তমানই সমূহ দূরত্বের মনোমুগ্ধকর প্রেম

তুমি কি আমার সাথে পৃথিবীর সব কুয়াশায় মোড়া ভোর দেখবে বলে জেগে
উঠতে চাও হৃদয়ের রৌদ্রে ও তাপে তুমি কি ঐ তীব্র আলোয় ঝলকাবে বলে
তোমার রূপের অরুণিমায় প্রস্ফুটিত করতে চাও আমার ভালবাসার দূর্দান্তকে

তবে এই মুহূর্তের শূন্যকে আলিঙ্গন করো পরিপূর্ণ করো আমাদের কালের এ
মহাকাল-বাস অনন্তের পথ যাত্রায় আমার শব্দের হাতটি ধরো আমাকে নাও

জীবন গল্পের ঘোড়ার তুখোড় সওয়ার হিসেবে পৌঁছোতে দাও তোমার গন্তব্যে

09.12.2016; উত্তরা

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটি পড়ে আমার মনদৃষ্টি অনেক দূর প্রসারিত হলো, অনেক ভাল লিখেছেন।
+++

শুভকামনা রইল।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩১

ঋতো আহমেদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । অনেক ধন্যবাদ

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

চঞ্চল হরিণী বলেছেন: ঋতো কেমন আছেন? আপনার এই কবিতাটি সেই প্রথমেই একবার পড়েছিলাম। কিন্তু তখন ভেবেছিলাম পরে এসে আবার পড়ে মন্তব্য করবো। আপনার লেখা ভালো লাগে। গভীর অনুভূতি থেকে লেখেন। প্রাণময়ীকে নিয়ে আরও লেখা পড়েছি। একটা কথা জানতে চাই, আপনি কি শুধুই প্রেম ভাবনায় প্রেমময়ি বা প্রাণময়ীর জন্য এগুলো লিখেছেন নাকি প্রতীকী দর্শন লুকিয়ে আছে এর পেছনে। অবশ্য উত্তর দিতেই হবে এমন কোন কথা নেই কারণ আমি আমার মত একটা অর্থ করে নিয়েছি এবং সেটাই আমার ভালো লেগেছে।ভালো থাকবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ঋতো আহমেদ বলেছেন: অনেকেই কবিতা পড়েন । কিন্তু কেউ কেউ কবিতাকে হৃদয়ে ভাবনায় গভীরভাবে স্পর্শ করতে পারেন। আপনি সেই রকম একজন পাঠক । ভাল লাগল আপনার মন্তব্য ।

যদিও পেশাগত কারণে একটু ব্যস্ত থাকতে হয়, চেষ্টা করি সব সময় ভাল থাকার । ভালবাসা/প্রেমময়তা হচ্ছে জীবনকে যাপনের সবচেয়ে সুন্দরতম পাথেয়। তবে তা শুধু প্রেয়সীর মধ্যে সীমাবদ্ধ ভাবলে ভুল হবে ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতাগুলো অনেক মুল্যবান। পাঠকদের উচিত এমন কাব্যসুধা পান করা। আরো লেখুন! কবিতায় প্লাস+++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

ঋতো আহমেদ বলেছেন: কবিতায় প্লাস দিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ । ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.