নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে রক্তের রূপ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

চোখের গভীরে তোমার কেঁপে ওঠে দূর বিস্তৃত অভীষ্ট গন্তব্য আমার

যেখানে জলের কোনও ছায়া নেই ( ছায়া হতে নেই কোনও কায়ারও )
কেবল হৃদয়ে রক্তের রূপ উছলে ওঠা বানে ক্রমাগত ডেকে যাচ্ছে সেই
শব্দের শতাব্দীর পথে - যেন ওই পথ আর আমি
আর আমাদের আগুনের কাল বিস্তীর্ণ ছায়াপথে কালে মহাকালে আর
প্রোথিত জীবনের রঙে এঁকে দিচ্ছে আজ প্রেম ও রাত্রির পার্থিব ভীষণ
প্রণয়

দৃষ্টির দূরত্বের মাপ ও প্রণয়-দিগন্ত-রেখায় লিখে দিচ্ছে নাম আমাদের

যেন আমরাই প্রথম অন্ধকার আমরাই একমাত্র পৃথিবীতে দূর দূরান্তের
গন্তব্যের যাত্রী রূপের রক্তের নৌকোয় আমরা গতি আমরা চাকা আমরা
হাওয়ায় শূন্য এবং মহাশূন্য বেগে আমাদের অন্তহীন গহীন অরণ্যের মন
হৃদয়ের অতল তোলপাড় ও অবিরাম কণ্ঠস্বরে উন্মাতাল ক'রে দিক
যেন ঝলসানো ধ্বনি তোমার চোখের থেকে উঠে এসে ক্রমশ বেড়ে
চলে যাচ্ছে এই নগরীর সবচেয়ে উঁচু ফ্ল্যাটবাড়িটির দেহের গোপনতম
ভাঁজে

আমাদের নিজস্ব ব্যথার আনন্দ আর প্রকৌশলে হৃদয়ে রক্তে ও রূপে

১৪.০২.২০১৭; উত্তরা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর ব্লগে পোস্ট দিলেন।
ভালো লাগল :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা । কবিতা পাঠ ও ব্লগে চোখ রাখার জন্য আমি অনুপ্রাণিত হলাম । শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.