নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সমূহ শব্দের দ্যুতি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

অন্তর্জালে বাঁধা পড়ে আছে সমূহ শব্দের দ্যুতি এখন গ্রহনের কাল এক
মহারাত্রির পথ আমার দুয়ারে আমি তার আহবান জানি শব্দে নৈঃশব্দে
আমি তার অন্যতম অন্ধকারে অন্তর্গত মহাকাশ জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
মর্ম বেদনার মতো গূঢ় সেই কবেকার কথাদের ইতিহাস জানি ঝলসানো
হৃদয়ের ধ্বনির যে প্রতিধ্বনি হঠাৎ গুমড়ে উঠে ফিরে আসে আমি তাকে
চিনি

আমাকে আড়াল করার কিছু নেই

এখন শুধু গ্রহনের কাল

একই অক্ষে পৃথিবী তুমি আর আমি সকলেই সমবেত আছি
অহরাত্রির ব্যাপক শরীর জুড়ে আমাদের বিমূর্ত সময়

ও আমার প্রাণময়ী

আমাকে ছেড়ে আসতে দাও - ফেলে

আসতে দাও আজ জালের শিকল ভেঙে বিগত জন্মের সবটুকু মায়া
প্রলম্বিত প্রস্তর-পথ পেরিয়ে আমার প্রত্যাবর্তন যেন তোমার কাছেই হয়
তোমাকে আন্দোলিত ক’রে এক আশ্চর্য আঘাত যেমন দৃশ্যত সুন্দরে
বেদনার্ত হয় নিজেই এমন কি বাঁধের পাহাড় আর উড়ন্ত প্রণয়ের মন
যেমন অপেক্ষার শেষে নেমে আসে এই মেট্রোপলিটনে প্রত্যেকটি রাজ
পথে

আমাকে বিপন্ন করো তেমনই প্রেমে

আমার শব্দের দ্যুতি এখন শুধু অন্ধকারে অনেক পাতালে আকাশে
অন্তর্গত জালে

27.02.2017; উত্তরা

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪০

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাই

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

বিলিয়ার রহমান বলেছেন: ঋতো আহমেদ

আপনার এলোমেলো ভাবনা গুলো শেষে এস একত্রে জুড়ে গেছে!:) স্টাইলটা আমার ভালোলেগেছে!:)


লাইক!:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান । আপনি সুন্দর গুছিয়ে চমৎকার কবিতা লেখেন । আসলে আমাদের সমস্ত এলোমেলো ভাবনাগুলো কোথাও না কোথাও এক সূত্রে গাঁথা থাকে ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে ঋতো ভাই।
শুভ কামনা.....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ । আপনার সুন্দর মন্তব্যে ভাল লাগল ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর হয়েছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

ঋতো আহমেদ বলেছেন: ব্লগে এসে কবিতা পড়ে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ 'টুনটুনি08' । শুভ কামনা ।

৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:০৮

নিষ বলেছেন: কঠিন কবিতা লিখেছেন আপনি।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫২

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ নিষ।

৬| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৫

এস এম রিয়াদ হোসেন বলেছেন: অসাধারন এগিয়ে চলুন আপনার এই অদম্য প্রতিভা নিয়ে।

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ রিয়াদ ।

৭| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

এস এম রিয়াদ হোসেন বলেছেন: প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬

ঋতো আহমেদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.