![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
তোমার সমস্ত উচ্চারণই আমি মন্ত্রমুগ্ধের মত শুনে গেছি এদ্দিন
আমার শব্দের করতলে দ্যাখো সেইসব কথার কারুকার্যে আঁকা
প্রত্যেকটি পথের পদক্ষেপের সেইসব স্বপ্ন-গল্পের ইশতেহার লিখা
এখন আমি এই হাত দিয়ে আর যা-ই স্পর্শ করতে যাই না কেন
শুধু শুনতে পাই সেই আদিগন্ত আমার নিক্ষিপ্ত আওয়াজই যেন
অসংখ্য অক্ষরে ধ্বনিত ও প্রতিধ্বনিত করে যাচ্ছি আর আমার
মনে ও মননে প্রাণীত করছি এই ধরিত্রীর পরতে পরতে ছড়িয়ে
থাকা বিগত জন্মের নন্দিত পাপ - যা
এখন আমার গল্প-কথার সেই সুরে পৌঁছে যাচ্ছে শতাব্দীর সবচে
প্রিয় প্রান্তরে - প্রণয় যেখানে যুগপৎ ছেয়ে আছে প্রেম ও রাত্রির
প্রচ্ছন্ন বিষাদে আর আমার হৃদয়-অগ্নির পূর্ণতম কন্ঠস্বরে বিষন্ন
ভালবাসার বিচ্ছিন্ন মেঘ মুহূর্মুহূ গর্জে উঠছে ভালবাসারই বিপন্নে
তুমি কি বুঝতে পারছ আজ কারণে বা অকারণে আমি তোমার
আকাশকেই ভাঙছি বারবার -
তোমার মনমুগ্ধের অপার অন্তরীক্ষ
আর তার সুস্পষ্ট অবতরণ আমার শরীর বেয়ে নেমে আসা ঘামে
ও জলে তোমার চোখের গভীরতম উপত্যকায় বইয়ে দিচ্ছে এক
তীব্র স্রোতস্বিনীকে যে তোমার প্রতিটি আদর ও সোহাগের প্রাবল্যে
নিজেই পেরিয়ে যাচ্ছে প্রচণ্ড ভর ও বেগে আমাদের অনন্ত প্রাতে
আর আমরা জেগে উঠছি
আমাদের নিজস্ব স্বার্থ-স্বাপ্নিক আয়নায় পৃথিবীর পরিশেষ পথে
29.03.2017; উত্তরা
১৪ ই মে, ২০১৭ সকাল ৮:২৭
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ রাত ১২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ কবিতা! কিন্তু এত কম পাঠক কেন! ব্লগের মানুষরা যে কি না!