নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন-গল্পের ইশতেহার

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২

তোমার সমস্ত উচ্চারণই আমি মন্ত্রমুগ্ধের মত শুনে গেছি এদ্দিন

আমার শব্দের করতলে দ্যাখো সেইসব কথার কারুকার্যে আঁকা
প্রত্যেকটি পথের পদক্ষেপের সেইসব স্বপ্ন-গল্পের ইশতেহার লিখা

এখন আমি এই হাত দিয়ে আর যা-ই স্পর্শ করতে যাই না কেন
শুধু শুনতে পাই সেই আদিগন্ত আমার নিক্ষিপ্ত আওয়াজই যেন
অসংখ্য অক্ষরে ধ্বনিত ও প্রতিধ্বনিত করে যাচ্ছি আর আমার
মনে ও মননে প্রাণীত করছি এই ধরিত্রীর পরতে পরতে ছড়িয়ে
থাকা বিগত জন্মের নন্দিত পাপ - যা

এখন আমার গল্প-কথার সেই সুরে পৌঁছে যাচ্ছে শতাব্দীর সবচে
প্রিয় প্রান্তরে - প্রণয় যেখানে যুগপৎ ছেয়ে আছে প্রেম ও রাত্রির
প্রচ্ছন্ন বিষাদে আর আমার হৃদয়-অগ্নির পূর্ণতম কন্ঠস্বরে বিষন্ন
ভালবাসার বিচ্ছিন্ন মেঘ মুহূর্মুহূ গর্জে উঠছে ভালবাসারই বিপন্নে

তুমি কি বুঝতে পারছ আজ কারণে বা অকারণে আমি তোমার
আকাশকেই ভাঙছি বারবার -

তোমার মনমুগ্ধের অপার অন্তরীক্ষ
আর তার সুস্পষ্ট অবতরণ আমার শরীর বেয়ে নেমে আসা ঘামে
ও জলে তোমার চোখের গভীরতম উপত্যকায় বইয়ে দিচ্ছে এক
তীব্র স্রোতস্বিনীকে যে তোমার প্রতিটি আদর ও সোহাগের প্রাবল্যে
নিজেই পেরিয়ে যাচ্ছে প্রচণ্ড ভর ও বেগে আমাদের অনন্ত প্রাতে

আর আমরা জেগে উঠছি

আমাদের নিজস্ব স্বার্থ-স্বাপ্নিক আয়নায় পৃথিবীর পরিশেষ পথে

29.03.2017; উত্তরা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ কবিতা! কিন্তু এত কম পাঠক কেন! ব্লগের মানুষরা যে কি না!

১৪ ই মে, ২০১৭ সকাল ৮:২৭

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.