নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অগ্নি ও সেই সম্ভাবনার গোধূলি

০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

অমি সেই বিকেল বিন্দুর বিচ্ছুরিত আলোয়
যখন ঘণ হয়ে দাঁড়াই তোমার
প্রত্যাবর্তন পথে
এক পলক দেখে
স্থির বলে তখন কেউ হয়তো আমাকে চিহ্নিত
করতে পারতো
বলতে পারতো এখানে পাহারা বসাতে
আমরা কেউ আসিনি
অথবা বোলতো আমাদের কাঁচের শরীর
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিসরিত হতেই
এখানে পৃথিবীর সব উদ্ভাস নিয়ে
আমরা হাজির

কিন্তু আমি তা ছিলাম না মোটেও

বিশেষ করে
আমার শব্দের চোখ আর তার
সুস্পষ্ট দৃষ্টির কণ্ঠস্বর
অবিরাম তোমার পথের পদক্ষেপের সেইসব
সম্ভাবনার ধূসর গোধূলির দিকেই
তীব্র আগ্রহে অভীষ্ট থেকে অধীর হচ্ছিলাম
যেন বিন্দু বলতে ব্রহ্মপুত্রের কোনও এক
জলস্রোতের বিচ্যুতির মধ্য দিয়ে
চলে যাওয়া
তোমার রূপের রক্তের দাগ আর তার উৎসে

উৎসারিত আলো বলতে তোমার মুখ ও মুখচ্ছবি
যে আমার অন্তরের অন্তস্থলে গাঁথা -
অগ্নি

অগ্নি আমার

07.04.2017; উত্তরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.