![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
(যে জ্বলে তাকে জ্বলতে দাও -
বেরিয়ে আসতে দাও তার ভেতরের প্রাণান্ত উদগিরণ)
আমি জানি
তুমি যাকে চেনো তাকে তো চেনোই আর যাকে চেনোনি এখনও
সে তুমি অন্য তুমি
সে আগুন অন্য আগুন
আমাদের ছায়ার শরীর বেয়ে বেড়ে ওঠে
পোড়ায়
ছাই ভষ্মে বাতাসে ফুলকি হয়
আর যাকে দ্যাখোনি এখনও
সে তোমার অন্য দিন অন্য আলোয় চেনা শহরের গণ্ডিতে আঁকা
অন্য আকাশ
আমাদের আদিগন্ত নগ্ন নাক্ষত্রিক অন্য আহ্বান
জানি তবু চলে যাবে
কেননা যাওয়াই নিয়ম তোমার
চেনা রোদ চেনা বৃষ্টি চেনা পথ রাজপথ নদ দৃষ্টি
রয়ে যাবে
যা তুমি দ্যাখোনি কখনো
হে অগ্নি- অগ্নি আমার
১৪.০৪.২০১৭; উত্তরা
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ++++