![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
থেকে থেকে দিনগুলো শুধু শূন্যে যায়
আর আমার গড়ে ওঠা নিঃশব্দ-পাহাড় আমাকে
এমন উচ্চতায় আসীন করে
যেখান থেকে আমি আর কিছুই
দেখতে পাই না
যতই আমার দূরদর্শী দৃষ্টি নিবদ্ধ করি না কেন
অক্ষরগুলো থেকে
সেইসব- (শব্দের ভেতরে কথা আর
কথার ফুলঝুরিতে
তোমার স্বপ্নীল চোখের যেই ঝলক
দেখবো বলে ভেবেছিলাম একদিন)-
সেইসব শব্দের কোনো আদলই আসে না
কেবল বিচ্ছিন্ন পিপড়েদের মতো এলোমেলো ঘুরতে থাকে আর
ছুটোছুটি করতে থাকে অক্লান্ত
অথচ উচ্চতা কোনো কালেই কাম্য ছিল না আমার
এমনকি
যেখানে তুমি আছো সেইসব মাটি ও পাথর এবং
বৃষ্টি ও বৃক্ষ দের
সামগ্রিক দৃষ্টি আকর্ষণ করেও যখন বলেছি
অদৃশ্য প্রণয়ের কথা
আমার একান্ত অগ্নির কথা
নিঃশব্দ-পাহাড় আমাকে কিছুই বলেনি
হে অগ্নি আমার
নিঃশব্দ-পাহাড় আমাকে কিছুই বলে না
১৭.০৪.২০১৭; উত্তরা
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পড়ে সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। শুভ কামনা।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৯
উম্মে সায়মা বলেছেন: আপনার অগ্নিকাব্য ভালো লেগেছে। অগ্নির জন্য শুভ কামনা
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
ঋতো আহমেদ বলেছেন: হা হা.. ধন্যবাদ সায়মা। আপনার শুভ কামনা পৌঁছে দিচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
সানজিদা আয়েশা শিফা বলেছেন: বাহ , সুন্দর কবিতা। পড়ে ভাল লাগলো ।
যেখানে তুমি আছো সেইসব মাটি ও পাথর এবং
বৃষ্টি ও বৃক্ষ দের
সামগ্রিক দৃষ্টি আকর্ষণ করেও যখন বলেছি
এই লাইন কয়টা দারুণ !