![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
প্রত্যেকটি দিন চলে যাচ্ছে আমার
ঘুমের ভেতর
নির্দিষ্ট গন্তব্যে
প্রত্যেকটি রাত ফিরে আসছে একটি
নদের মধ্য দিয়ে
প্রান্তে
আর আমার অগ্নি হঠাৎ স্থবির হ’য়ে
আকস্মিক কলঙ্কে
থমকে যাচ্ছে -
থমকে যাচ্ছে সময় নিঃশ্বাস এমনকি
স্বপ্নগুলোও
আমি তার মুখের দিকে তাকাতে পারি না
সেই মুখ -
যে মুখ আমার কবিতা ছিল এদ্দিন
গল্প ছিল
শব্দ ছিল অক্ষর ছিল
অক্ষরে অক্ষরে দুর্বার উচ্চারণ ছিল
তবে
সন্তর্পণে
ইথারে
আমি তার কণ্ঠের দিকে দৃষ্টিকে যদি পাঠাই
আর
প্রবল ঢেউ এর ভেতর
স্পর্শ করতে যাই
দহন
কেন যেন
শেষ পর্যন্ত কোনো আওয়াজই শুনতে পাই না
কলঙ্কে - হয়তো এমনই হয় আমার অগ্নি
২৯.০৪.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৭ রাত ১০:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: আপনি পুড়ছেন আর কবিতারা খাটি সোনা হয়ে উঠছে! আরো লিখুন!