![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
অনবদ্য কোলাহলের ভেতর দিয়ে
সূর্যের মাথা গোঁজার সময় গুণে
যখন আমি বেরোই
তুমি তখন একলা ঘরে
শেষ সময়টুকু পার কোরছো
তোমার চোখের অন্ধকারের সেইসব
নির্বিকার নিঃশব্দে
আর আমার ফিরে আসার শ্রান্ত পিচ-ঢালা পথ
আবর্তনের মধ্য দিয়ে
ক্রমশ
বৃক্ষরাজির ব্যপক সবুজে ডুবে গিয়ে
প্রণয়ের
একটি প্রাচীন নদ হয়ে উঠছে
আলোই যার একমাত্র স্রোত
থেকে থেকে সেই স্রোতের বিরুদ্ধে অন্ধকারে
জন্ম নিচ্ছে ঢেউ
ঢেউ-এর ঝাপটায় কষ্ট এবং কান্না
হে অগ্নি আমার
আরো কিছু সময় কি বাড়ানো যায় না
আমি জানি
চোখের গহীনে তোমার সুবিশাল আকাশ আর
তাকে স্পর্শ করার ঘোর স্বপ্ন তোমার তুমি-তে
যদি আজ আমি ওই স্বপ্নের নগ্ন-নাক্ষত্রিক সাক্ষি হতে চাই
তুমি কি আমার দিকে
আমার প্রণয়-নদের প্রবল স্রোতের দিকে
তোমার নির্বিকার নিঃশব্দগুলোর গোপন বুদবুদ পাঠাবে না
কোনো দিন
০৫.০৫.২০১৭; উত্তরা
১২ ই মে, ২০১৭ রাত ১১:১১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা
২| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল
১৫ ই মে, ২০১৭ রাত ১১:১০
ঋতো আহমেদ বলেছেন: শুভ কামনা
৩| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মঙ্গল হোক
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৭ ভোর ৪:১৪
উম্মে সায়মা বলেছেন: তুমি কি আমার দিকে
আমার প্রণয়-নদের প্রবল স্রোতের দিকে
তোমার নির্বিকার নিঃশব্দগুলোর গোপন বুদবুদ পাঠাবে না
কোনো দিন
সুন্দর......