![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
জানি -
মলাট উল্টালেই বেরিয়ে আসবে আজ
নামের সমস্ত শরীর
(সেই মুখ সেই নাম
যার কাছে রেখেছিলে অন্তর্গত প্রণাম)
কিছুই বুঝবে না তুমি
কেবল ঘ্রাণে ঘ্রাণে মাত্রা ছাড়িয়ে গিয়ে
হয়ে যাবে মাতাল ও বধির
মলাট উল্টালেই দেখা যাবে আজ
চোখের কালি ও জল
বাষ্প হয়ে বেদনা হয়ে
ছড়িয়ে যাচ্ছে এই জীবনের সুদীর্ঘ সীমায়
হায় - নামের এমন শরীর
না উল্টে কোথাও যাওয়ারও নেই
১৮.০৫.২০১৭; উত্তরা
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম গভীরতায় ডুবে আরো গভীর!