![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
পাহাড় ও বৃক্ষরাজির শরীর ঘেঁষে
স্বতঃস্ফূর্ত
অপার সব ইচ্ছেরা যখন
বহমান
তখন এপার বা ওপার বলতে
কিছুই থাকার কথা ছিল না আমাদের
অথচ বলছি
ওপারে পানি আছে আর
এপার বিরান
অথবা বলছি ইচ্ছেরা আমার
শুধুই আমার - দেবো না কিছুতে
এই নে কংক্রিট
এই নে দেয়াল
‘ও’ থেকে 'এ’ -র নিকেশ নিয়ে
আমাদের হল্লা
হায়-
এ কোন আশ্চর্য রেখা মানচিত্র থেকে উঠে এলো আজ
আমাদের মনে
মন-চিত্র হয়ে
১৮.০৫.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.