| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
সবুজের বৈভবে হঠাৎ হরিৎ
বল্কল নিয়ে এলে
মনে হয় এইসব বৃক্ষের বিকেল
অনেক আগেই
লিখা হয়েছিল পৃথিবীর আয়ুর সাথে
পৃথিবীতে
আমার অগ্নির রঙে
আর তার সাবলীল ঢেউ
বাতাসে বাতাসে
ভেসে ভেসে ভালবেসে উঠে গিয়েছিল
আকাশের ওপারে মেঘে
ঝরোঝরো চোখে - চোখের ভেতরে
বৃষ্টিতে
আমার অগ্নির জলে
জ্বলনে -
অথচ আমি সেই পোড়া ঘ্রাণের টানে
মনকে বাড়িয়ে
স্পর্শ করতে যাই তাকে
আগলে রাখি
সমূহ সম্ভাবনায় ও ভীষণ
মন্দাক্রান্তায়
কেননা বিকেল শুধু সবুজ বা হরিৎ-ই নয়
অগ্নিময়ও
২০.০৫.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.